নিরুফা খাতুন: যাদবপুরের পর এবার আর জি কর মেডিক্য়াল কলেজের (R G Kar Medical College) হস্টেলে র্যাগিংয়ের অভিযোগ উঠল। কিছু প্রাক্তনীদের বিরুদ্ধে মাঝরাতে বয়েজ হস্টেলে ঢুকে মানসিক হেনস্তা করার অভিযোগ উঠেছে। এনিয়ে রীতিমতো পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। জানানো হয়েছে মেডিক্য়াল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে স্বাস্থ্য সচিবকে চিঠি দিয়েছে ওয়েস্ট বেঙ্গলস ডক্টরস ফোরাম।
মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে দেওয়া চিঠিতে অভিযোগ করা হয়েছে, মাঝরাত একদল প্রাক্তনী এবং বহিরাগতরা মানিকতলার বয়েজ হস্টেলে চড়াও হয়। ঘড়িতে তখন রাত তিনটে। পড়ুয়াদের ঘরের দরজায় ধাক্কা দিতে থাকে। যতক্ষণ দরজা খোলা হয়নি ততক্ষণ চলেছে ধাক্কাধাক্কি। এরপর প্রথম বর্ষের পড়ুয়াদের উপর চলে মানসিক অত্যাচার। এমনকী, একটি ঘরের মধ্যে তাদের আটকে রাখা হয় বলেও অভিযোগ। প্রায় ২ ঘণ্টা ধরে এই অত্যাচার চালানো হয় বলে অভিযোগ জানানো হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর আতঙ্কে ভুগছেন পড়ুয়ারা।
[আরও পড়ুন: লিপ্স অ্যান্ড বাউন্ডস মামলা: পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, রক্ষাকবচ চেয়ে হাই কোর্টে ED]
বিষয়টি নিয়ে পুলিশেও অভিযোগ দায়ের হয়েছে। হস্টেল সুপারও কর্তৃপক্ষকে পুরো বিষয়টি জানিয়েছে। রাজ্য়ের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরুপ নিগমকে চিঠি দিয়েছে ডক্টরস ফোরাম। কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে। সূত্রের খবর, সোমবার রাতে আর জি করের নতুন অধ্যক্ষকে সংবর্ধনা দিয়েছিলেন কিছু পড়ুয়া। কেন তারা নতুন অধ্যক্ষকে স্বাগত জানিয়েছে? তা নিয়েই তাদের বিরুদ্ধে চড়াও হয় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের অনুগামীরা। এমনই অভিযোগ।