shono
Advertisement

Breaking News

Suvendu Adhikari

সোমে লোকায়ুক্ত বৈঠক নবান্নে, 'খগেন মুর্মুর ক্ষত'র দোহাই দিয়ে যাচ্ছেন না শুভেন্দু!

গত চার বছরে কোনও প্রশাসনিক বৈঠকে দেখা যায়নি বিরোধী দলনেতাকে।
Published By: Sucheta SenguptaPosted: 09:28 PM Nov 28, 2025Updated: 09:28 PM Nov 28, 2025

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: রাজ্যের ডাকা লোকায়ুক্ত কমিটির বৈঠকে আমন্ত্রিত হওয়া সত্ত্বেও নবান্নে যাচ্ছেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী সোমবার নবান্নে লোকায়ুক্ত কমিটির বৈঠক রয়েছে। সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছে শুভেন্দুকে। কিন্তু রাজ্যের আমন্ত্রণ মোটেই গ্রহণ করছেন না তিনি। জানিয়েছেন, সোমবার নবান্নে লোকায়ুক্তের বৈঠকে যাবেন না তিনি।

Advertisement

প্রতি বছর নির্দিষ্ট সময় লোকায়ুক্ত কমিটির বৈঠক হয় রাজ্যের মূল প্রশাসনিক ভবন নবান্নে। সেই বৈঠকে বিরোধী দলনেতার উপস্থিত থাকাটাই রীতি। আর সেই রীতি মেনে প্রতি বছর রাজ‌্য সরকারের তরফে কমিটির অন‌্যান‌্য সদস‌্যদের সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও আমন্ত্রণপত্র পাঠানো হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে লোকায়ুক্ত কমিটির বৈঠকে আমন্ত্রিত বিরোধী দলনেতা। গত চার বছরে এধরনের কোনও বৈঠকে যোগ দেননি শুভেন্দু।

আগামী সোমবার নবান্নে এবছরের লোকায়ুক্ত কমিটির বৈঠকে যোগ দেবেন কি না, সে ব‌্যাপারে শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু স্পষ্ট জানিয়েছেন, তিনি ওই বৈঠকে যাবেন না। বিরোধী দলনেতার বক্তব‌্য, ‘‘দুর্নীতিগ্রস্তদের সঙ্গে বৈঠকে বসার প্রশ্নই নেই। তাছাড়া খগেন মুর্মুকে (বিজেপি সাংসদ) রক্তাক্ত দেখার পর তো কোনও বৈঠকে যোগদান সম্ভব নয়। যাঁদের হাতে বিজেপি নেতা-কর্মীদের রক্ত লেগে রয়েছে, তাঁদের সঙ্গে হাসিমুখে ছবি তোলা সম্ভব নয়।” এই বিষয়ে যদিও বিরোধাী দলনেতার অফিসের তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। প্রসঙ্গত, গত চার বছরে মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনও প্রশাসনিক বৈঠকে বসেননি শুভেন্দু। তথ‍্য কমিশনার নিয়োগ কিংবা লোকায়ুক্ত গঠন নিয়ে বিধানসভায় আয়োজিত বৈঠকেও যোগ দেননি বিরোধী দলনেতা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী সোমবার নবান্নে লোকায়ুক্ত কমিটির বৈঠক।
  • আমন্ত্রণ পেয়েও যাবেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
  • তাঁর প্রতিক্রিয়া, 'খগেন মুর্মুকে রক্তাক্ত দেখার পর কোনও বৈঠকে যোগদান সম্ভব নয়।'
Advertisement