shono
Advertisement

রোগীকে নিয়ে এখানে ওখানে আর ঘুরতে হবে না, রেফারেল হাসপাতাল নির্দিষ্ট হল ১৪৪ ওয়ার্ডে

তালিকায় রয়েছে বেশ কয়েকটি নামী হাসপাতাল।
Posted: 03:28 PM Jun 17, 2023Updated: 04:37 PM Jun 17, 2023

স্টাফ রিপোর্টার: গ্রামে প্রাথমিক স্বাস্থ‌্যকেন্দ্র থেকে রোগীদের রেফার (Refer) করা হলে তাঁরা সাধারণত সংশ্লিষ্ট মহকুমা অথবা জেলা হাসপাতালে যান। কিন্তু মহানগরীর ক্ষেত্রে এমনটা হয় না। উন্নত যোগাযোগ ব‌্যবস্থা থাকার জন‌্য পুর ক্লিনিক থেকে রোগী রেফার হলে তিনি কখন কোনও বড় হাসপাতাল (Hopsital) বা মেডিক‌্যাল কলেজে যাবেন তার কোনও বাঁধাধরা নিয়ম নেই বললেই চলে। কিন্তু সেই নিয়মে এবার বদল হতে চলেছে।

Advertisement

কলকাতার (Kolkata) ১৪৪টি ওয়ার্ডের ১৬টি বরো এলাকায় পুর স্বাস্থ‌্যকেন্দ্রের জন‌্য রেফারেল হাসপাতাল নির্দিষ্ট করে দিল রাজ্য স্বাস্থ‌্যদপ্তর। স্বাস্থ‌্য ভবনের আধিকারিকদের আশা, এর ফলে হাসপাতালগুলির উপর চাপ কমবে, রোগীকে এক হাসপাতাল থেকে অন‌্য হাসপাতালে ঘুরে বেড়াতে হবে না। আরও গুরুত্বপূর্ণ বিষয় এলাকা ভিত্তিক তথ‌্য সংরক্ষণ করা যাবে। স্বাস্থ‌্যদপ্তরের (Swasthya Bhaban) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ থেকে ৯ নম্বর পর্যন্ত ওয়ার্ডের পুর ক্লিনিকের রোগীদের রেফার করা হবে নর্থ সুবার্বন ও আর জি কর মেডিক‌্যাল কলেজ হাসপাতালে।

[আরও পড়ুন: নৃশংস! পিসির বাড়ি ঘুরতে গিয়ে পিসতুতো ভাইদের হাতে গণধর্ষণের শিকার নাবালিকা]

পুরসভার বরো ২-এর পুর ক্লিনিকে দেখাতে আসা রোগীদের রেফার করা হবে আর জি কর (RG Kar) এবং কলকাতা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে। ৩ নম্বর বরো এলাকার পুর ক্লিনিকের রোগীদের জন‌্য নির্দিষ্ট করা হয়েছে আর জি কর এবং নীলরতন সরকার মেডিক‌্যাল কলেজ (NRS Medical College)। বরো ৪, ৫ এবং ৬-এর জন‌্য চিহ্নিত করা হয়েছে কলকাতা মেডিক‌্যাল কলেজ, ট্রপিক‌্যাল এবং এনআরএস মেডিক‌্যাল কলেজ হাসপাতাল। বরো ৭, ৮, ৯ এবং ১০ নম্বরের যে সব বাসিন্দা সংশ্লিষ্ট পুর ক্লিনিকে চিকিৎসা করান তাঁদের জন‌্য চিহ্নিত করা হয়েছে ন‌্যাশ‌নাল মেডিক‌্যাল কলেজ, শম্ভুনাথ পণ্ডিত, এম আর বাঙুর এবং পিজি হাসপাতালকে, এবং ১১ থেকে ১৬ নম্বর বরো এলাকার পুর ক্লিনিকের রোগীদের জন‌্য চিহ্নিত করা হয়েছে বাঘাযতীন স্টেট জেনারেল, এম আর বাঙুর এবং গার্ডেনরিচ স্টেট জেনারেল হাসপাতালকে।

[আরও পড়ুন: ‘ফুলমনির মাই, পার্টির প্রচার লেখতে দিব নাই’, মানভূইয়ার হিট গানই কুড়মিদের প্ৰতিবাদের ভাষা]

রাজ্যের স্বাস্থ‌্য অধিকর্তা ডা. সিদ্ধার্থ নিয়োগী এবং স্বাস্থ‌্য শিক্ষা অধিকর্তা ডা. দেবাশিস ভট্টাচার্যর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ন‌্যাশন‌াল আরবান হেলথ মিশন প্রকল্পের অধিকর্তা সৌমিত্র মোহনের নির্দেশের প্রেক্ষিতে এই বিজ্ঞপ্তি অবিলম্বে জারি করতে হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement