shono
Advertisement

TMCP'র প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, ছাত্রছাত্রীদের জন্য হেল্পলাইন চালু তৃণমূল ছাত্র পরিষদের

এক ফোনে নেওয়া হবে তড়িঘড়ি ব্যবস্থা।
Published By: Sayani SenPosted: 07:48 PM Aug 27, 2025Updated: 08:02 PM Aug 27, 2025

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: TMCP'র প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। ছাত্রছাত্রীদের জন্য হেল্পলাইন চালু তৃণমূল ছাত্র পরিষদের। হেল্পলাইন নম্বরটি হল: ৬৭০৪১৩৭৭৮। পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে কিংবা পরীক্ষাকেন্দ্রের বাইরে যদি কোনও সমস্যা হয় তাহলে এক ফোনেই সাহায্য করা হবে বলেই তৃণমূল ছাত্র পরিষদের তরফে জানানো হয়েছে।

Advertisement

রাজ্য় তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তী বলেন, "রাজনৈতিক চিন্তাভাবনায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে-র ২৮ আগস্টকে টার্গেট করে পরীক্ষা ফেলেছেন। আগামিকাল মেয়ো রোডে ছাত্র সমাবেশ সর্বশ্রেষ্ঠ হতে চলেছে। যদি কোনও পড়ুয়ার পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে যদি কোনও সমস্যা হয় কলকাতা বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের তরফে একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করা যাবে। কেউ এই নম্বরে যোগাযোগ করলেই তৎক্ষণাৎ ব্যবস্থা করা হবে।"

উল্লেখ্য, কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে সূচি প্রকাশ করে জানানো হয়, ২৮ আগস্ট বিকম সেমেস্টার ফোর এবং বিএ এলএলবি সেমেস্টার ফোরের পরীক্ষা নেওয়া হবে। দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত হবে পরীক্ষা। তাতে বেজায় ক্ষুব্ধ হন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। এমন পরীক্ষাসূচির নেপথ্যে ষড়যন্ত্রের গন্ধ পান তিনি। X হ্যান্ডেলে আগেই ক্ষোভপ্রকাশ করেছিলেন তৃণাঙ্কুর। দিনকয়েক আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের কাছে একাধিক কলেজের অধ্যক্ষ চিঠি পাঠান। ওই চিঠিতে উল্লেখ করা হয়, সুরেন্দ্রনাথ, বঙ্গবাসী-সহ একাধিক কলেজের ছাত্রছাত্রী, নন টিচিং স্টাফ নাকি পরীক্ষায় অংশ নিতে রাজি নন। তাঁদের দাবি, ২৮ আগস্ট পরীক্ষা হলে সমস্য়ায় পড়বেন শিক্ষার্থীরা। তবে পরীক্ষা নির্ধারিত দিনেই হবে বলে বারবারই জানিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে। তিনি বলেন, “পরীক্ষা কি কোনও পিকনিক নাকি? বিশ্ববিদ্যালয় তার অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পরীক্ষার দিন ঘোষণা করে। পরীক্ষায় বসা পড়ুয়ার দায়িত্ব, অধ্যক্ষ যদি চিঠি ফরওয়ার্ড করে দেন, তবে শিক্ষায় ডিসিপ্লিন বলে কিছু থাকবে না।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • TMCP'র প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। ছাত্রছাত্রীদের জন্য হেল্পলাইন চালু তৃণমূল ছাত্র পরিষদের।
  • হেল্পলাইন নম্বরটি হল: ৬৭০৪১৩৭৭৮।
  • পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে কিংবা পরীক্ষাকেন্দ্রের বাইরে যদি কোনও সমস্যা হয় তাহলে এক ফোনেই সাহায্য করা হবে বলেই তৃণমূল ছাত্র পরিষদের তরফে জানানো হয়েছে।
Advertisement