অর্ণব আইচ: শালিমার স্টেশন চত্বর এলাকায় আন্তঃরাজ্য পাচারচক্রের হদিশ! বিশেষ অভিযান চালিয়ে চক্রের দুই মাথাকে গ্রেপ্তার করল সিআইডি। অভিযুক্তদের কাছ থেকে দুদিনের এক শিশুকন্যাকে উদ্ধার করা হয়েছে। শিশুটিকে হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত আছে কি না, শিশুটিকে কোন রাজ্য থেকে নিয়ে আসা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
গোপন সূত্রে খবর পেয়ে সিআইডির বিশেষ দল নেতৃত্বে একটি দল শালিমার স্টেশন চত্বরে অভিযান চালায়। অভিযানে মানিক হালদার নামে যুবক ও মুকুল সরকার নামে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের থেকে উদ্ধার হওয়া শিশুকন্যাটিকে হাসপাতাল পাঠানো হয়। সিআইডির অভিযানের সময় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও ছিলেন।
ধৃত মানিক হালদার (বামদিকে) ও মুকুল সরকার (ডানদিকে)।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনায় আরও কেউ যুক্ত কি না, কোন জায়গা থেকে এই চক্র চালানো হচ্ছে, জানার চেষ্টা চলছে। শিশুটিকে কোন রাজ্য থেকে আনা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর প্রশ্ন উঠছে তবে কি ফের সক্রিয় হচ্ছে আন্তঃরাজ্য পাচারচক্র? খতিয়ে দেখছে পুলিশ।