shono
Advertisement
Vigyan Mancha

কুণ্ডলী জাগলে পরমাত্মার সঙ্গে যোগ! 'অপবিজ্ঞান' ছড়িয়ে সমালোচিত হেয়ার স্কুল, চিঠি দিল বিজ্ঞান মঞ্চ

পড়ুয়াদের স্ট্রেস ম্যানেজমেন্টে স্কুলে গিয়ে তাদের সঙ্গে কথা বলতে আগ্রহী বিজ্ঞান মঞ্চের সদস্যরা, ইমেলে তা জানানো হয়েছে।
Published By: Sucheta SenguptaPosted: 04:00 PM Apr 04, 2025Updated: 04:12 PM Apr 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতার নামী স্কুলে ওয়ার্কশপের নামে অপবিজ্ঞানের প্রচার! বিষয়টি নিয়ে একাধিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। ঘটনার তীব্র নিন্দা করে হেয়ার স্কুল কর্তৃপক্ষের ভূমিকার সমালোচনা করেছেন যুক্তিবাদী মানুষজন। এনিয়ে এবার হেয়ার স্কুলকে ইমেল পাঠাল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। সংগঠনের কলকাতা জেলা কমিটির সম্পাদক শেখ সোলেমান চিঠি পাঠিয়ে গোটা বিষয়টির বিরোধিতা করে স্কুল কর্তৃপক্ষকে সতর্ক করেছেন যাতে এমন ধরনের প্রচার আর না হয়।

Advertisement

কলেজ স্ট্রিটের নামী, প্রাচীন বিদ্যালয় হেয়ার স্কুল। সেখানে দিনকয়েক আগে পড়ুয়াদের টেনশন কমানো বা স্ট্রেস ম্যানেজমেন্টের নামে একটি ওয়ার্কশপ হয়, যার শিরোনাম 'কুণ্ডলী জাগলে পরমাত্মার সঙ্গে যোগ'। শতাব্দী প্রাচীন স্কুলের মাঠে সন্ন্যাসী পরিবেষ্টিত হয়ে বসে পড়ুয়া, অভিভাবকরা। তাঁদের শেখানো হয় সূক্ষ্ম দেহ, নশ্বর দেহের ফারাক। যোগ, ধ্যানের মাধ্যমে মেরুদণ্ডের নিচে 'কুণ্ডলী'কে জাগ্রত করে তুলতে পারলেই শরীর, মনের সমস্ত ক্লান্তি, চিন্তা দূর হয়ে যাবে বলে পাঠ দেওয়া হয় ওই ওয়ার্কশপে। এই খবর জানাজানি হতেই অনেকে নিন্দায় মুখর হয়েছেন। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফে কলকাতা জেলা কমিটির সম্পাদক একটি চিঠিও দিয়েছে হেয়ার স্কুল কর্তৃপক্ষকে।

ইমেলে বিজ্ঞান মঞ্চের বক্তব্য, আজকের বিজ্ঞানের যুগে এভাবে অভিভাবক, পড়ুয়াদের মধ্যে 'অপবিজ্ঞান' ছড়ানোর প্রয়াস হেয়ার স্কুলের মতো নামী শিক্ষা প্রতিষ্ঠানের কাছে মোটেই কাম্য নয়। বরং কর্তৃপক্ষ চাইলে বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা স্কুলে গিয়ে পড়ুয়াদের সঙ্গে কথা বলে টেনশনমুক্তি বা স্ট্রেস ম্যানেজমেন্ট বিষয়ে সুশিক্ষা দিতে সাহায্য করবেন। কোনও আধ্যাত্মিক শিক্ষা নয়, বরং ছোটদের বোধগম্য বাস্তবসম্মত উপায়েই তা করতে পারেন বিজ্ঞান মঞ্চে সদস্যরা। এই প্রস্তাব যাতে হেয়ার স্কুল কর্তৃপক্ষ বিবেচনা করে দেখে, সেই আবেদন জানানো হয়েছে ইমেলে। এখন দেখার, এত সমালোচনার মুখে পড়ে পরবর্তী কী পদক্ষেপ নেয় হেয়ার স্কুল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পড়ুয়াদের টেনশন মুক্তির নামে 'অপবিজ্ঞান' প্রচার!
  • 'কুণ্ডলী জাগলে পরমাত্মার সঙ্গে যোগ' নামে ওয়ার্কশপ করে সমালোচনার মুখে হেয়ার স্কুল।
  • বিরোধিতা জানিয়ে স্কুল কর্তৃপক্ষকে ইমেল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফে কলকাতা জেলা কমিটির।
Advertisement