shono
Advertisement

Breaking News

Waqf Property

পোর্টালে আপলোড করতে হবে ওয়াকফ সম্পত্তির তথ্য, জেলাশাসকদের নির্দেশ রাজ্যের

জেলাশাসকদের দেওয়া চিঠিতে চারটি বিষয় উল্লেখ করা হয়েছে।
Published By: Subhajit MandalPosted: 02:10 PM Nov 28, 2025Updated: 03:23 PM Nov 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের ওয়াকফ সম্পত্তির (Waqf Property) তথ্য কেন্দ্রীয় পোর্টালে আপলোড করা হবে। রাজ্যের সমস্ত জেলাশাসকদের এ বিষয়ে চিঠি পাঠিয়ে নির্দেশ দিয়েছে সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষাদপ্তর। আগামী ৬ ডিসেম্বরের মধ্যে সব অবিতর্কিত ওয়াকফ সম্পত্তির তালিকা 'উমিদ' পোর্টালে আপলোড করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। সেটার ভিত্তিতেই তড়িঘড়ি তথ্য আপলোড শুরু হয়েছে।

Advertisement

সূত্রের খবর, জেলাশাসকদের দেওয়া চিঠিতে চারটি বিষয় উল্লেখ করা হয়েছে। ইমাম-মোয়াজ্জেম ও মাদ্রাসা শিক্ষকদের নিয়ে বৈঠক করে গোটা আপলোড করার প্রক্রিয়া জানাতে হবে। অবিতর্কিত সম্পত্তির তথ্য আপলোড হবে। প্রয়োজনে প্রযুক্তিগত সহায়তার জন্য ফেসিলিটেশন সেন্টার খোলা হবে। এছাড়াও সংখ্যালঘু দপ্তরের রাজ্যস্তরের অফিসগুলোর সিনিয়র অফিসাররা বিষয়টি পরিদর্শনের জন্য জেলায় যাবেন।

ওয়াকফ আইন, ১৯৯৫-এর একাধিক ধারা চলতি বছরে সংশোধন করেছে ভারত সরকার। সেই আইনের কিছু বিষয় এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন। সংশোধনী অনুযায়ী, রাজ্যের ৮০৬৩টি ওয়াকফ এস্টেটের মোতায়াল্লিকে আগামী ৬ ডিসেম্বরের মধ্যে ‘উমিদ’ পোর্টালে সম্পত্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য নথিভুক্ত করতে হবে। কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা মোতায়াল্লিরা এই সংশোধনীর পরিপ্রেক্ষিতে রাজ্য ওয়াকফ (Waqf) বোর্ডের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলছেন। কিন্তু এবার রাজ্যের তরফেও তড়িঘড়ি কাজ শুরু করে দেওয়া হল। আসলে কেন্দ্রের প্রস্তাবিত ওয়াকফ আইনে সুপ্রিম কোর্ট কোনও স্থগিতাদেশ দেয়নি। যার ফলে এই সংক্রান্ত নির্দেশ মানতে বাধ্য রাজ্য। তাই বাধ্য হয়েই কেন্দ্রের বেঁধে দেওয়া ডেডলাইন মানতে হল রাজ্যকে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজ্যের ওয়াকফ সম্পত্তির তথ্য কেন্দ্রীয় পোর্টালে আপলোড করা হবে।
  • রাজ্যের সমস্ত জেলাশাসকদের এ বিষয়ে চিঠি পাঠিয়ে নির্দেশ দিয়েছে সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাস শিক্ষা দপ্তর।
  • আগামী ৬ ডিসেম্বরের মধ্যে সব অবিতর্কিত ওয়াকফ সম্পত্তির তালিকা 'উমিদ' পোর্টালে আপলোড করার নির্দেশ দিয়েছে কেন্দ্র।
Advertisement