shono
Advertisement

Breaking News

AI Cell

যুগের সঙ্গে তাল মিলিয়ে আরও আধুনিক রাজ্য পুলিশ, ভবানী ভবনে তৈরি হচ্ছে 'AI সেল'

রাজ্য পুলিশকে প্রযুক্তিনির্ভর ও দক্ষ করে তুলতে এই উদ্যোগ।
Published By: Amit Kumar DasPosted: 07:31 PM Oct 31, 2025Updated: 08:14 PM Oct 31, 2025

অর্ণব আইচ: যুগের সঙ্গে তাল মিলিয়ে আরও আধুনিক হচ্ছে রাজ্য পুলিশ। অপরাধ দমনে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে পুলিশ। সেই লক্ষ্যে এবার পুলিশ বিভাগে গঠিত হতে চলেছে এআই সেল। শুক্রবার রাজ্যের ডিজি রাজীব কুমার ভবানী ভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন। তদন্ত থেকে শুরু করে প্রশাসনিক কাজ, পরিকল্পনা, প্রশিক্ষণ, সব দিক থেকে পুলিশকে প্রযুক্তিনির্ভর ও দক্ষ করে তুলতে এই উদ্যোগ।

Advertisement

ভবানী ভবনের তরফে জানা যাচ্ছে, রাজ্য পুলিশের নয়া এআই সেলের নেতৃত্বে থাকবেন অতিরিক্ত ডিজি (ADG) পদমর্যাদার এক একজন পুলিশ আধিকারিক। যিনি হবেন এই সেলের চেয়ারম্যান। তাঁর অধীনে পরিচালিত হবে এআই সেলের যাবতীয় কাজ ও নীতি নির্ধারণ। তাঁর অধীনে থাকবেন আইজিপি/ডিআইজি/এসপি পদমর্যাদার কোনও আধিকারিক। তাঁর কাজ হবে সমন্বয়, ডকুমেন্টেশন এবং সেলের অগ্রগতি। তারপরই কারিগরি ক্ষেত্রে কর্তব্যরত পুলিশ আধিকারিকদের সহায়তায় থাকবেন দু'জন বিশেষজ্ঞ প্রযুক্তিবিদ। যাঁদের কাজ হবে সমস্ত ব্যবস্থাপনার মূল্যায়ন, পরামর্শ দেওয়া। নয়া সেলের অগ্রগতির লক্ষ্যে প্রতি দুই সপ্তাহ অন্তর একবার বা প্রয়োজন অনুসারে সভা করবে।

রাজ্য পুলিশ দপ্তর ভবানী ভবনেই থাকবে অত্যাধুনিক এই এআই সেল। নয়া এই সেলের জন্য প্রয়োজনীয় আর্থিক, প্রশাসনিক, প্রযুক্তিগত সাহায্য প্রধান করা হবে রাজ্য সরকারের তরফে। এআই ব্যবহারে স্বচ্ছতা বজায় রাখতে একটি নীতিমালা তৈরির দায়িত্বও থাকবে সেলের ওপর। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত যাবতীয় প্রশিক্ষণ শিবির আয়োজনের দায়িত্বও এই সেলের উপর ন্যস্ত থাকবে। জানা যাচ্ছে, এই সেলের প্রশাসনিক নিয়ন্ত্রণ থাকবে ডিজি রাজীব কুমারের অধীনে।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এই পরিস্থিতিতে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে অপরাধ দমনে নিজেদের অত্যাধুনিক হিসেবে গড়ে তোলাই এই সেলের মূল উদ্দেশ্য। রাজ্যের বিভিন্ন জেলায় এআই-এর বাস্তব অভিজ্ঞতা গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণের আয়োজন করবে। তদন্ত, অপরাধ, তথ্য বিশ্লেষণে এই কৃত্রিম বুদ্ধিমত্তাই হয়ে উঠবে রাজ্য পুলিশের প্রধান সঙ্গী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • যুগের সঙ্গে তাল মিলিয়ে আরও আধুনিক হচ্ছে রাজ্য পুলিশ।
  • অপরাধ দমনে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে পুলিশ।
  • সেই লক্ষ্যে এবার পুলিশ বিভাগে গঠিত হতে চলেছে এআই সেল।
Advertisement