shono
Advertisement
West Bengal SIR

অবশেষে অনলাইনে মিলছে এনুমারেশন ফর্ম, কীভাবে পূরণ করবেন?

অফলাইনের মতোই অনলাইনে একই পদ্ধতিতে ফর্ম পূরণ করতে হবে।
Published By: Subhankar PatraPosted: 12:37 PM Nov 08, 2025Updated: 03:55 PM Nov 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে অনলাইনে মিলছে এনুমারেশন ফর্ম। মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি শুরু করেছেন বিএলওরা। এবার অনলাইনেও মিলবে এই ফর্ম। কীভাবে পূরণ করবেন?

Advertisement

কমিশনের ওয়েবসাইটে (https://voters.eci.gov.in/) প্রবেশ করলে সেই ফর্ম পাওয়া যাচ্ছে। ওয়েবসাইটে লগইন করে (না থাকলে সাইন-আপ করতে হবে) রাজ্য বেছে নিয়ে, এপিক নম্বর দিয়ে সার্চ করলে চলে আসবে ফর্ম। কিন্তু মোবাইল নম্বরের সঙ্গে এপিক কার্ড লিঙ্ক না থাকলে ফর্ম ফিল-আপ করা যাবে না। তবে কমিশনের তরফে মোবাইল নম্বর ও এপিক নম্বর লিঙ্ক করার সুযোগ দেওয়া হচ্ছে। সেই প্রক্রিয়া সম্পূর্ণ করার পর অনলাইনে ফিল-আপ করা যাবে এনুমারেশন ফর্ম।

 

যে সমস্ত ভোটার বাড়িতে নেই বা কর্মসূত্রে রাজ্যের বাইরে রয়েছেন, তাঁদের সুবিধার্থে অনলাইনে ফর্ম ফিল-আপের ব্যবস্থা করেছে কমিশন। সোজা কথায়, যাঁরা অফলাইনে ফর্ম পূরণ করতে পারছেন না, তাঁরা অনলাইনে তা পূরণ করতে পারবেন। কিন্তু এপিক কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে। না থাকলে নির্দিষ্ট ৮ নম্বর ফর্ম ফিল-আপ করতে হবে। সেই ব্যবস্থা থাকছে কমিশনের ওয়েবসাইটেই। সেই প্রক্রিয়ার পর ধাপে ধাপে এনুমারেশন ফর্ম পূরণ করতে পারবেন ভোটাররা।

অনলাইনে এনুমারেশন ফর্ম পাওয়ার পর বাকি প্রক্রিয়াটা অফলাইনে ফর্ম ফিল-আপ করার মতোই। ধাপে ধাপে নিজের তথ্য ও ২০০২ সালের তালিকায় নিজের নাম থাকলে নির্দিষ্ট জায়গায় সেই তথ্য দিতে হবে। বিধানসভা কেন্দ্র, পার্ট নম্বর ও সিরিয়াল নম্বর দিতে হবে। না থাকলে ঠিক যেমনভাবে অফলাইনে পূরণ করতে হচ্ছে সেই একইভাবে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে।

উল্লেখ্য, বাংলায় মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলওরা। সেই দিন থেকেই অনলাইনে ফর্ম পাওয়ার কথা ছিল। কিন্তু প্রযুক্তিগত সমস্যার কথা বলে কমিশন জানিয়েছিল, প্রথমদিন থেকে অনলাইনে তা পাওয়া যাবে না। দ্রুত অনলাইনে পাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বৃহস্পতিবার থেকে ফর্ম পাওয়ার কথা কমিশন সূত্রে জানা যায়। তারপর শুক্রবার থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে এনুমারেশন ফর্ম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অবশেষে অনলাইনে মিলছে এনুমারেশন ফর্ম।
  • কমিশনের ওয়েবসাইটে (https://voters.eci.gov.in/) প্রবেশ করলে সেই ফর্ম পাওয়া যাচ্ছে।
  • ওয়েবসাইটে লগইন করে (না থাকলে সাইন-আপ করতে হবে) রাজ্য বেছে নিয়ে এপিক নম্বর দিয়ে সার্চ করলে চলে আসবে ফর্ম।
Advertisement