নিরুফা খাতুন: মধ্যমাঘেই উধাও শীত! একরাতে কলকাতায় তাপমাত্রা লাফিয়ে বাড়ল ৩ ডিগ্রি। মঙ্গলবার সকালে তাপমাত্রা প্রায় ২২ ডিগ্রি। সকালের দিকে সামান্য কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ, শুষ্ক আবহাওয়া। তবে এখনই শীত বিদায়ের কথা নিশ্চিত করে বলছে না আবহাওয়া দপ্তর (Alipore Weather Office)। ফেব্রুয়ারির ১৫ তারিখ পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করবে। সপ্তাহান্তে পারদ নামতে পারে। তাহলে শীত ফেরার সামান্য সম্ভাবনা রয়েছে। তবে আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস হাওয়া অফিসের।
মঙ্গলবার সামান্য বৃষ্টির (Rain) সম্ভাবনা রাজ্যের উপকূলীয় জেলাগুলিতে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মেঘলা আকাশ, বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী দুদিন সকালে হালকা কুয়াশা। উত্তর ও দক্ষিণবঙ্গের কিছু জেলায় সকালে কুয়াশা, দু-এক জায়গায় ঘন কুয়াশার সতর্কতা। তবে বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে। দক্ষিণবঙ্গে আপাতত তিনদিন তাপমাত্রা একই থাকবে। সপ্তাহের শেষে তা কিছুটা কমতে পারে।
[আরও পড়ুন: ‘মেডিক্যালি আনফিট’ কালীঘাটের কাকু, হাই কোর্টকে জানাল SSKM]
আজ দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস। দু-এক জায়গায় হতে পারে শিলাবৃষ্টিও। উত্তরবঙ্গের (North Bengal) বাকি জেলাগুলিতে সকালে বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকবে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের খুব সামান্য সম্ভাবনা। এছাড়া প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে।
[আরও পড়ুন: ‘নির্বাচকদের গিয়ে জিজ্ঞেস করুন!’, বিরাটকে নিয়ে প্রশ্ন করতেই অদ্ভুত জবাব দ্রাবিড়ের]
কলকাতায় (Kolkata) শীত কার্যত উধাও। এক রাতে ৩ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ল। মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২১.৮ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৬ থেকে ৯২ শতাংশ। সকালে কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আজ থেকে শুষ্ক আবহাওয়া। তাপমাত্রা এরকমই থাকবে আগামী তিন-চার দিন।