shono
Advertisement

Breaking News

Javed Shamim

গুজব শান্তির প্রধান শত্রু, দোষীদের পাতাল থেকেও খুঁজে আনব: জাভেদ শামিম

মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করলেও গুজব রোখা যাচ্ছে না, তা মানলেন এডিজি, আইনশৃঙ্খলা।
Published By: Sucheta SenguptaPosted: 01:46 PM Apr 14, 2025Updated: 02:19 PM Apr 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়াকফ প্রতিবাদে অশান্ত মুর্শিদাবাদের পরিস্থিতি ঠিক কেমন? তা জানাতে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছুটা আশ্বস্ত করলেন এডিজি, আইনশৃঙ্খলা জাভেদ শামিম। তবে শান্তিপ্রতিষ্ঠার পথে গুজব বড় শত্রু বলে মন্তব্য করলেন তিনি। অর্থাৎ এলাকার পরিস্থিতি মোটের উপর স্বাভাবিক হতে শুরু করলেও গুজব আটকানো যাচ্ছে না, তা স্বীকার করে নিলেন পুলিশকর্তা। সেইসঙ্গে তাঁর হুঁশিয়ারি, ''গুজব ছড়ানোয় কোনও রাজনৈতিক দলের সদস্য হোক, কোনও সংগঠনের হোক, আমরা দেখব না। যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সকলকে শাস্তি দেওয়া হবে। দরকারে পাতাল থেকে খুঁজে বের করে আনব দোষীদের। কিন্তু শাস্তি দেবই।''

Advertisement

সুতি, সামশেরগঞ্জ, ধুলিয়ান, জঙ্গিপুরে নয়া ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদে দিন কয়েক আগে থেকেই উত্তপ্ত হয়েছিল মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা জেলা। অশান্তির মাঝে পড়ে সামশেরগঞ্জে খুন হতে হয় বাবা-ছেলেকে। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আলাদা করে এফআইআর দায়ের করেছে জেলা পুলিশ। সামগ্রিকভাবে অশান্তির ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা ২০০-র বেশি। সোমবার সাংবাদিক বৈঠকে তা জানালেন এডিজি, আইনশৃঙ্খলা জাভেদ শামিম। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই তাঁর মন্তব্য, দরকারে দোষীদের পাতাল থেকে খুঁজে এনে শাস্তি দেওয়া হবে।

এই কয়েকদিন জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছিল। পুলিশকর্তা জানালেন, গুজব রুখতেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ইন্টারনেট আবার চালু করা হচ্ছে। কিন্তু গুজব এখনও আটকানো যাচ্ছে না। জাভেদ শামিমের দাবি, সোশাল মিডিয়ার মাধ্যমে অনেকেই ভুয়ো খবর ছড়িয়ে অশান্তি বাড়ানোর চেষ্টা করছেন। তাঁর কথায়, ''পরিস্থিতি স্বাভাবিক হলেও মানসিকভাবে মানুষ স্বাভাবিক হতে পারছেন না ভুয়ো খবরের জন্য। লাগাতার ভুয়ো ছড়ানোর চেষ্টা করছে একদল। সেগুলি বিশ্বাস করে মানুষ আরও বিপদে পড়ছেন। শান্তিপ্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় শত্রু গুজব।'' তবে পুলিশের দাবি, গত ৩৬ ঘণ্টায় নতুন করে কোনও অশান্তির খবর মেলেনি। ধীরে ধীরে ছন্দে ফিরছে মুর্শিদাবাদ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মুর্শিদাবাদে শান্তি ফেরাতে তৎপর পুলিশ।
  • এডিজি, আইনশৃঙ্খলা জাভেদ শামিমের কথায়, 'দরকারে পাতাল থেকে খুঁজে বের করে আনব দোষীদের। কিন্তু শাস্তি দেবই।'
Advertisement