নব্যেন্দু হাজরা: স্বাস্থ্যসাথী কার্ড (Swasthyasathi) না থাকলেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করা যাবে। শনিবার সাংবাদিক সম্মেলন করে সেকথা জানালেন রাজ্যের মুখ্যসচিব এইচকে দ্বিবেদী। তিনি বলেন, ‘‘এতদিন স্বাস্থ্যসাথীর অন্তর্ভুক্তরাই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে পারতেন। সেই শর্ত তুলে নিল সরকার। এবার স্বাস্থ্যসাথী না থাকলেও লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করা যাবে।’’
শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। আর তাতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। নবান্নের তরফে জানানো হয়েছে, বিশেষত বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সবথেকে বেশি মানুষ আবেদন করেছেন। সরকারের প্রথম দিনেই সাড়ে ৫ লক্ষ মানুষ রাজ্যজুড়ে ক্যাম্পগুলিতে এসেছেন। এদিন মুখ্য সচিব বলেন, ‘‘বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় ১ লক্ষ ৭০ হাজার এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ১ লক্ষ ৩৫ হাজারের বেশি আবেদন জমা পড়েছে।’’
[আরও পড়ুন: ED-CBI দুই রাজনৈতিক দল, কেন্দ্রের সঙ্গে জোট বেঁধে বিরোধীদের নিশানা! মাফিয়া খুনে তোপ বাবুলের]
এদিন মুখ্য সচিব জানান প্রথম দিন ১৫, ১৩২ টি ক্যাম্প আয়োজন করা হয়েছে গোটা রাজ্যজুড়ে। বিধবা পেনশনের জন্য ২১ হাজারের বেশি আবেদন, স্বাস্থ্যসাথীর জন্য ৬০ হাজার আবেদন প্রথম দিনই জমা পড়েছে। মোট ৪৮৭৫টি মোবাইল ক্যাম্প এদিন হয়েছে। প্রথম দিনেই হুগলির কয়েকটি ক্যাম্প পরিদর্শন করেন মুখ্য সচিব। ক্যাম্প পরিদর্শন করার পাশাপাশি বিভিন্ন পরিষেবা নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন তিনি।
প্রসঙ্গত এদিন থেকে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১০ এপ্রিল পর্যন্ত চলবে। ১১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত দুয়ারে সরকারের ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন পরিষেবা দেওয়া হবে। এবারই প্রথম বুথ ভিত্তিক দুয়ারে সরকার ক্যাম্প চলছে। তবে দুয়ারে সরকার ক্যাম্পের জন্য কোন স্কুল বন্ধ নেই বলেই এদিন দাবি করেছেন মুখ্য সচিব। তবে এই বিষয়ে খোঁজ-খবর নেবেন বলেও বলেন। এবার ৩৩টি সরকারি পরিষেবার জন্য আবেদন নেওয়া হচ্ছে। প্রত্যেকটি দুয়ারে সরকার ক্যাম্পে থাকছে স্বাস্থ্য শিবির ও।