shono
Advertisement

কর্পোরেট জগতে পা জমানোর পাঠ, এইচআর কনক্লেভের আয়োজন সেন্ট জেভিয়ার্সে

এইচডিআরের সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজিত হয় সম্মেলনটি।
Posted: 07:43 PM Feb 22, 2024Updated: 07:43 PM Feb 22, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেভিয়ার বিজনেস স্কুল (Xavier Business School) আয়োজন করল এইচআর কনক্লেভ-২০২৪। ১৮ ফেব্রুয়ারি সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হল এই সম্মেলন। ইনস্টিটিউট অফ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ তথা এইচডিআরের সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজিত সম্মেলনটির মূল লক্ষ্যই ছিল তরুণদের কর্পোরেট বিশ্বের চ্যালেঞ্জের মোকাবিলার জন্য প্রস্তুত করে তোলা।

Advertisement

জেভিয়ার বিজনেস স্কুলের নির্মাণ, পরিষেবা, ব্যাঙ্কিং প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রের অধ্যাপক, অফিসার ও পড়ুয়ারা যোগ দিয়েছিলেন এই সম্মেলনে। ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির (St. Xavier’s University) এই সম্মেলনে শিক্ষাবিদ ও পড়ুয়াদের সুবিধার জন্য চিন্তা উদ্রেককারী বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হয়। শিল্প ও শিক্ষার মধ্যে সেতু নির্মাণ ছিল সম্মেলনের অন্যতম লক্ষ্য।

[আরও পড়ুন: কাশ্মীরের গুলমার্গে ভয়ংকর তুষার ধস, মৃত্যু রুশ পর্যটকের, নিখোঁজ আরও এক]

বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য রেভারেন্ড জন ফেলিক্স রাজ তাঁর বক্তব্যে জোর দেন আজকের তরুণ, তরুণীদের আগামিদিনের নেতা হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় শিক্ষার উপরে। জেভিয়ার বিজনেস স্কুলের ডিন ড. সীতাংশু খাটুয়া কর্মরতদের জন্য এমবিএ কোর্স চালুর কথাও ঘোষণা করেন এদিন।

[আরও পড়ুন: পর পর সাতবার, আদালতের নির্দেশের অপেক্ষা না করেই কেজরিওয়ালকে ফের তলব ইডির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement