সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নবান্নে হনুমানের ‘উৎপাত’! বৃহস্পতিবার সকালে আচমকাই নবান্নের তেরোতলায় ঢুকে পড়ে হনুমান। তাঁকে ধরতে নাজেহাল হয়ে যান নিরাপত্তাকর্মীরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।
জানা গিয়েছে, একতলা দিয়েই ঢুকেছিল ‘রামভক্ত’টি। এর পর লাফাতে লাফাতে উঠে পড়ে ১৩ তলায়। আর ১৪ তলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর। যদিও চিকিৎসকদের পরামর্শে বর্তমানে তিনি বাড়িতে বিশ্রামে রয়েছেন। অফিসে আসেননি এদিন। তবে নবান্নর মতো হাই সিকিউরিটি জোনে হনুমান ঢুকে পড়ায় স্বাভাবিকভাবেই এই ঘটনায় তুমুল চাঞ্চল্য় ছড়িয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, সেখানেই দীর্ঘক্ষণ বারান্দার রেলিংয়ে বসেছিল হনুমানটি।
[আরও পড়ুন: নিউটাউনের ব্যস্ত রাস্তায় দুর্ঘটনা, পর পর গাড়িতে ধাক্কা দ্রুতগামী চারচাকার]
১৩ তলার কর্মীরা এবং নিরাপত্তারক্ষীরা তাকে তাড়ানোর চেষ্টা করলেও হেলদোল ছিল না তার। বরং বারান্দার রেলিংয়ে বসেছিল খোশমেজাজে। হাতে ওয়াকিটকি নিয়ে হনুমানটিকে তাড়ানোর চেষ্টা করতে দেখা যায় নিরাপত্তাকর্মীদের। কিন্তু তাদের সামনে লাফাতে লাফাতে যেতে দেখা যায় হনুমানটিকে। কিন্তু কীভাবে নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে হনুমানটি তেরোতলায় উঠে গেল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।