shono
Advertisement

Breaking News

শরীরের অবাঞ্ছিত রোম দূর করতে লেজার ট্রিটমেন্টের কথা ভাবছেন? জেনে নিন বিশেষজ্ঞদের পরামর্শ

এই ট্রিটমেন্টের প্রভাব থাকবে কতদিন?
Posted: 08:11 PM Oct 27, 2022Updated: 08:11 PM Oct 27, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শরীরের অনেকাংশেই অবাঞ্ছিত রোম দেখা যায়। যা কিনা অনেক সময়ই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। কিংবা নিয়মিত সেই অংশগুলোকে পরিষ্কার না করলেই সমস্যা। হরমোনের কারণেও অনেক ক্ষেত্রে রোমের ঘনত্ব এতটাই বেশি হয় যে, ওয়াক্স করার পরের দিনই রেজারের সাহায্যে রোম তুলতে হয়। এই সমস্য়া থেকে মুক্তি পেতে অনেকেই আজকাল লেজার ট্রিটমেন্টের দিকে ঝুঁকছেন। অনেকেই মনে করেন, এই ট্রিটমেন্ট করলে, একেবারে সারাজীবনের জন্য অবাঞ্ছিত রোম থেকে মুক্তি। সত্য়িই কী তাই?

Advertisement

বিশেষজ্ঞরা বলছেন, লেজার করলে মোটামুটি তার প্রভাব মেরেকেটে ছ’মাস। অনেক সময় দেখা গিয়েছে, অনেকের ক্ষেত্রে এর প্রভাব আরও কম। এই ট্রিটমেন্ট অনেকটাই জটিল ও খরচসাপেক্ষ। তা লেজার করার আগে অবশ্য়ই কিছু জিনিস মাথায় রাখা উচিত।

[আরও পড়ুন: এবার শীতে টলিউডে উড়বে ‘প্রজাপতি’, প্রকাশ্যে দেব-মিঠুনের নতুন ছবির পোস্টার]

১) লেজার করার কয়েক সপ্তাহ আগে ওয়াক্স বা সুতো দিয়ে রোম তোলার চেষ্টা করবেন না। এতে সমস্যা বাড়তে পারে।

২) লেজার করানোর কয়েকদিন আগে থেকে অধিকমাত্রায় প্রসাধনী ব্যবহার করা বন্ধ করে দিন। বিশেষ করে অ্যান্টি-এজিং প্রসাধনী ব্যবহার করবেন না। শুধু ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। ফেসিয়াল করা বা ফেস মাস্ক ব্যবহার না করাই ভাল। 

৩) লেজার ট্রিটমেন্ট করার বেশ কয়েকদিন আগে থেকে সুইমিং পুলের জলে সাঁতার কাটা একেবারেই বন্ধ করে দিন।

 

এ তো গেল ট্রিটমেন্টের আগের কাজ। ট্রিটমেন্টের পড়ে ত্বকের প্রতি একটু বেশি নজর দেওয়া দরকার।

১) ত্বকে নিয়মিত অ্যালোভেরাযুক্ত ক্রিম ব্যবহার করুন। ব্যবহার করতে পারেন ক্যালামাইনযুক্ত ক্রিমও।
২) দিতে অন্তত, তিন থেকে চারবার সানস্ক্রিন ব্যবহার করুন।

৩) খাবারের দিকেও নজর দিতে হবে। প্রচুর শাক-সবজি খেতে হবে। দিনে আট থেকে দশ গ্লাস জল খেতে হবে।

৪) জিমে না গিয়ে, বাড়িতেই শরীরচর্চা করতে হবে। প্রয়োজনে সাইকেল চালানো যেতে পারে।

[আরও পড়ুন: প্রস্তুতি শেষ, আগামী মাসেই বিয়ে করছেন গায়িকা পলক মুচ্ছল, জানেন পাত্র কে? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement