shono
Advertisement

নির্ধারিত দিনে আয়কর রিটার্ন ফাইল না করলে বড়সড় জরিমানার মুখে পড়তে হবে

কর ফাঁকি রুখতে মোদি সরকারের নয়া দাওয়াই... The post নির্ধারিত দিনে আয়কর রিটার্ন ফাইল না করলে বড়সড় জরিমানার মুখে পড়তে হবে appeared first on Sangbad Pratidin.
Posted: 06:03 PM Apr 09, 2018Updated: 11:30 AM Jun 07, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সঠিক সময়ে আয়কর রিটার্ন ফাইল না করলে বড়সড় জরিমানার মুখে পড়তে হতে পারে আপনাকে। কর ফাঁকি রুখতে কড়া দাওয়াই নিয়ে হাজির মোদি সরকার। তাই যে কোনওরকমের ঝঞ্ঝাট এড়াতে জেনে রাখুন কত তারিখের মধ্যে আয়কর জমা দিতেই হবে। আপনি আয়করের কোন তালিকার আওতায় পড়েন, তাও জেনে নিন।

Advertisement

[দলিত নির্যাতনের প্রতিবাদে গান্ধীর পথে আজ থেকে অনশনে রাহুল]

২০১৭ সালের পয়লা এপ্রিল থেকে চলতি বছর ৩১ মার্চ পর্যন্ত আপনার আয়ের উপর ভিত্তি করে করের স্তর তৈরি হবে। সেই অনুযায়ী নির্ধারিত দিনের মধ্যে আয়কর রিটার্ন ফাইল করতে হবে। ব্যক্তিগত আয়করদাতাদের ক্ষেত্রে চলতি বছর ৩১ জুলাই ফাইল জমা দেওয়ার শেষ তারিখ। ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে অডিটের পর ফাইল রিটার্নের শেষ দিন ৩০ সেপ্টেম্বর, ২০১৮। তবে তার পরে কর জমা করলে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে আপনাকে। আয়করের নিয়ম অনুযায়ী, নির্ধারিত দিনের পরে আয়কর আয়কর রিটার্ন ফাইল করলে ২৩৪ এফ ধারায় জরিমানা দিতে হবে ওই ব্যক্তি বা ব্যবসায়ী প্রতিষ্ঠানকে। জরিমানার অঙ্ক কত? যদি তিনি চলতি বছর ৩১ ডিসেম্বর অথবা তার আগে আয়কর জমা করেন, সেক্ষেত্রে তাঁকে জরিমানা হিসেবে দিতে হবে পাঁচ হাজার টাকা। আর তার চেয়েও বেশি দেরি হলে ১০ হাজার টাকা জরিমানা গুণতে হবে। তবে কোনও ব্যক্তির বার্ষিক আয় যদি পাঁচ লক্ষ টাকার কম হয়, তাহলে ফাইল জমায় দেরি হলে তাঁকে এক হাজার টাকা জরিমানা দিতে হবে।

[বেহাল পরিকাঠামো, ইঞ্জিনিয়ারিংয়ে ৮০ হাজার আসন কমছে]

প্রত্যক্ষ করের কেন্দ্রীয় বোর্ড গত সপ্তাহেই জানিয়েছিল এবার আয়কর রিটার্ন ফাইলের ক্ষেত্রে ২০১৮-২০১৯ সালকে মূল্যায়নের বর্ষ হিসেবে ধার্য করা হচ্ছে। তবে ফাইল রিটার্নের ক্ষেত্রে নিয়মে আপাতত কোনও পরিবর্তন হচ্ছে না। গত আর্থিক বর্ষে কর ফাঁকির বড় বড় ঘটনা সামনে এসেছে। নীরব মোদির মতো ধনকুবেররা কোটি কোটি টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। সেই কারণেই আয়কর রিটার্ন ফাইল করার ক্ষেত্রে কঠোর হচ্ছে কেন্দ্র।

The post নির্ধারিত দিনে আয়কর রিটার্ন ফাইল না করলে বড়সড় জরিমানার মুখে পড়তে হবে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement