shono
Advertisement

বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে ‘কুকথা’, হাই কোর্টের ‘রোষে’আইনজীবী

ফেসবুকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে বিতর্কিত পোস্ট করেন আইনজীবী।
Posted: 04:43 PM Apr 24, 2023Updated: 05:58 PM Apr 24, 2023

গোবিন্দ রায়: বিচারপতির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুকথা, সমালোচনা, বিতর্কিত মন্তব্যের জেরে জনৈক আইনজীবী মুকুল বিশ্বাসকে শোকজ করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। সোমবার ওই আইনজীবীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলা রুজু করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালতের নির্দেশ, একজন বিচারপতিকে সোশ্যাল মিডিয়ায় সম্মানহানি করার দায়ে ওই আইনজীবীর বিরুদ্ধে কেন আদালত অবমাননা মামলার রুল ইস্যু হবে না, পয়লা মে-র মধ্যে তা লিখিত আকারে জানাতে হবে।

Advertisement

আদালত সূত্রে জানা গিয়েছে, ২৩ এপ্রিল ফেসবুকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে বিতর্কিত পোস্ট করেন আইনজীবী মুকুল বিশ্বাস। এদিন তাঁকে ডেকে পাঠান বিচারপতি। আদালতে আইনজীবী জানান, সম্প্রতি বিচারপতি গঙ্গোপাধ্যায় বেসরকারি সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে গিয়েছিলেন। তিনি বেছে বেছে বিশেষ ব্র্যান্ডের সংবাদ মাধ্যমে কেন যাচ্ছেন তা নিয়ে আপত্তি জানান আইনজীবী।

[আরও পড়ুন: ‘বিজেপি নেতারা বোকা’, মমতার সঙ্গে সাক্ষাতের আগে গেরুয়া শিবিরকে কটাক্ষ নীতীশের]

আইনজীবীর আরও অভিযোগ, সেই বেসরকারি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে গিয়ে তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব কুণাল ঘোষের সঙ্গে হাত মেলান। তাঁর সঙ্গে কথা বলারও ছবি প্রকাশিত হয় সামাজিক মাধ্যমে। এদিন তা নিয়ে আপত্তি জানিয়ে আইনজীবী প্রশ্ন তোলেন, একসময় যিনি জেলবন্দি ছিলেন, সেই কুণাল ঘোষের সঙ্গে বিচারপতি হাত মেলান কী করে? মঞ্চ শেয়ার করেন কী করে! পালটা বিচারপতির বক্তব্য, তিনি কোন অনুষ্ঠানে যাবেন, সেটা তাঁর একান্তই ব্যাক্তিগত। এ নিয়ে কুরুচিকর মন্তব্য করায় আইনজীবীকে শোকজ করল হাই কোর্ট।

[আরও পড়ুন: টিভি সাক্ষাৎকার দিয়ে চরম অস্বস্তিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়! রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement