shono
Advertisement

সহকর্মীর রহস্যজনক মৃত্যু, হাই কোর্টে একদিনের কর্মবিরতি আইনজীবীদের

নিউটাউনের ফ্ল্যাটে রহস্যজনকভাবে মৃত্যু হয় আইনজীবী রজত কুমার দে-র। The post সহকর্মীর রহস্যজনক মৃত্যু, হাই কোর্টে একদিনের কর্মবিরতি আইনজীবীদের appeared first on Sangbad Pratidin.
Posted: 05:21 PM Nov 29, 2018Updated: 05:21 PM Nov 29, 2018

শুভঙ্কর বসু: নিউটাউনের ফ্ল্যাটে সহকর্মীর রহস্যমৃত্যু। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার হাই কোর্টে কর্মবিরতির পালন করলেন আইনজীবীরা। তাঁদের অভিযোগ, আইনজীবী রজত কুমার দে-র মৃত্যুর সঠিক তদন্ত করছে না পুলিশ। অভিযুক্তরা এখনও অধরা। এদিকে আইনজীবীদের আচমকা কর্মবিরতিতে বিপাকে বিচারপ্রার্থীরা।

Advertisement

[ মহিলাকে স্তন্যদানে বাধা সাউথ সিটি মলে, পরে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইল কর্তৃপক্ষ]

নিউটাউনের বি বি ব্লকের ফ্ল্যাটে স্ত্রী অনিন্দিতা ও ছেলেকে নিয়ে থাকতেন হাই কোর্টের আইনজীবী রজত কুমার দে। গত শনিবার গভীর রাতে ছেলের অসুস্থতার খবর পান রজতের বাবা সমীর দে। তিনিও পেশায় আইনজীবী। সমীরবাবুর দাবি, তাঁকে ফোন করেছিলেন রজতের শ্যালক অভীক পাল। বরানগরের বাড়ি থেকে ঘণ্টা দুয়েক পর যখন নিউটাউনে পৌঁছান তিনি, তখন দেখেন, ফ্ল্যাটের দরজা খোলা, মেঝেতে অচৈতন্য অবস্থায় পড়ে রজত। সমীর দে জানিয়েছেন, ‘এমন অবস্থা দেখে বুঝতে পারি ঘরে কিছু ঘটে গিয়েছে। পুলিশে খবর দিই। তাদের সাহায্যে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে আমার ছেলেকে মৃত বলে ঘোষণা করা হয়।’ তাঁর দাবি, হাসপাতাল থেকে জানানো হয়, বুকে খুব ভারী কিছুর আঘাত লেগেছে। তার জেরেই সম্ভবত মারা গিয়েছেন আইনজীবী রজত কুমার দে। খুনের অভিযোগ তুলেছেন মৃতের পরিবারের লোকেরা।

এদিকে আবার স্বামীর মৃত্যুর পর  উধাও হয়ে যান তরুণ ওই আইনজীবীর স্ত্রী অনিন্দিতা। শুধু তাই নয়, রজত কুমার দে-কে হাসপাতালে কে নিয়ে গিয়েছিলেন? তা নিয়েও রহস্য দানা বেঁধেছে। ঘটনার পর পাঁচ দিন পেরিয়ে গিয়েছে। সহকর্মীর মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে কর্মবিরতি পালন করলেন আইনজীবীরা।   

[ দুই মাথা, তিন হাত, বিস্ময় যমজ ভূমিষ্ঠ ন্যাশনাল মেডিক্যাল কলেজে]

The post সহকর্মীর রহস্যজনক মৃত্যু, হাই কোর্টে একদিনের কর্মবিরতি আইনজীবীদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement