সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘড়িতে তখন ৫ টা বেজে ৩৭ মিনিট৷ নবান্নে বৈঠকের পর ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের প্রতিমন্ত্রী হিসেবে লক্ষ্মীরতন শুক্লার নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর মতো তাঁরও এদিন দ্বিতীয় ইনিংস শুরু হল৷ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মসনদে দ্বিতীয়বার বসলেন৷ আর ক্রিকেটকে বিদায় জানিয়ে রাজনীতিতে পা রাখলেন লক্ষ্মী৷ শুক্রবার দুপুরে রেড রোডে বাংলার মানুষের সেবা করার শপথ গ্রহণ করলেন লক্ষ্মী৷
বৃহস্পতিবার সন্ধেতেই ঘুসুড়ির তিনতলার বাড়িতে ভিড় জমিয়েছিলেন ময়দানের এল আর-এর ভক্তরা৷ ভাবী মন্ত্রীকে অগ্রিম শুভেচ্ছা জানাতে পৌঁছে গিয়েছিলেন তাঁরা৷ প্রথমবার প্রার্থী হিসেবে দাঁড়িয়েই বিপুল ভোটে জিতেছেন৷ লক্ষ্মীর গলাতেও তাই আত্মবিশ্বাসের সুর, “খেলোয়াড় জীবনে কখনও লড়াই থেকে সরে আসিনি৷ নতুন দায়িত্বকেও তাই চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছি”৷
এদিন শপথ গ্রহণের পরই সোজা চলে যান সিএবি-তে৷ প্রাক্তন রনজি অধিনায়ককে ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান সিএবি কোষাধক্ষ্য বিশ্বরূপ দে৷ তারপরই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন রাজ্যের নয়া প্রতিমন্ত্রী৷ সৌরভ-সহ বাংলার প্রাক্তন ক্রিকেটাররা তাঁকে অভিনন্দন জানান৷ প্রাক্তন সিএবি তথা বিসিসিআই প্রেসিডেন্ট প্রয়াত জগমোহন ডালমিয়ার ছবিতে মালা পরিয়ে নতুন পথ চলা শুরুর আগে চোখ বন্ধ করে আশীর্বাদ চেয়ে নেন তিনি৷
“মুখ্যমন্ত্রী যেভাবে বলবেন, সেভাবেই কাজ করব৷ আমার পক্ষে যা যা করা সম্ভব, করব”, শপথ নেওয়ার পর সিএবি-তে বসে বললেন তিনি৷ আর সিএবি? হাজার কাজের মধ্যে সেখানে আর আসার সময় পাবেন তিনি? এল আর অবশ্য হাসি মুখে জানালেন, “এটা তো আমার আরেকটা বাড়ি৷ এখানে না এসে থাকতেই পারব না৷”
The post মমতার মন্ত্রিসভায় দ্বিতীয় ইনিংস শুরু লক্ষ্মীর appeared first on Sangbad Pratidin.