অরূপ বসাক, মালবাজার: বাড়িতে ঢুকে স্কুল ছাত্রীকে টেনে নিয়ে গেল চিতাবাঘ। পড়শিরা বন্যপ্রাণীটিকে তাড়া করলেও শেষরক্ষা হল না। চিতাবাঘের হামলায় মৃত্যু হল একটি কিশোরীর। জঙ্গলের পাশে রক্তাক্ত দেহটি ফেলে সে চম্পট দেয়। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে এলে চরম বিক্ষোভ দেখায় জলপাইগুড়ির মাল বাজার এলাকার দক্ষিণ খেরকাটা গ্রামের বাসিন্দারা।
মৃত কিশোরীর নাম সুশীলা গোয়ালা। বয়স মাত্র ১২ বছর। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে নাগরাকাটা ব্লকের দক্ষিণ খেরকাটা গ্রামে। জানা গিয়েছে, কিশোরী বাড়ি উঠোনে হাত-পা ধুয়ে ঘরে যাচ্ছিল। সেই সময় চিতাবাঘ তার উপর হামলা করে। তুলে নিয়ে যায়। সেই সময় নাবালিকার বাড়িতে কেউ ছিল না। কিশোরীর চিৎকারে আশেপাশের লোকজন চিতাবাঘটিকে তাড়া করে। যদিও ততক্ষণে চিতা বাঘের হামলায় তার মৃত্যু হয়েছে।
শেষমেষ চিতাবাঘটি কিশোরীকে জঙ্গলের কাছাকাছিতে ফেলে দিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় ওই গ্রামের বাসিন্দারা ক্ষোভ উগরে দিয়েছেন। এর পর খবর পেয়ে ছুটে আসেন বনকর্মীরা। তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান গ্রামের বাসিন্দারা। ঘটনা প্রসঙ্গে গরুমারা বন্যপ্রাণ বিভাগের রাজীব দে বলেন, "অত্যন্ত দুঃখজনক ঘটনা। নাবালিকার পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার বন্দোবস্ত করা হবে।"