shono
Advertisement

লোকালয়ে চলে আসার ‘অপরাধ’, লেজ ধরে গোটা গ্রাম ঘোরানো হল চিতাবাঘকে

নৃশংস অত্যাচারের জেরে অবশেষে মৃত্যু হয়েছে ওই চিতাবাঘটির৷ The post লোকালয়ে চলে আসার ‘অপরাধ’, লেজ ধরে গোটা গ্রাম ঘোরানো হল চিতাবাঘকে appeared first on Sangbad Pratidin.
Posted: 10:53 AM Jan 11, 2019Updated: 05:33 PM Jan 11, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতি এবং মানুষের সংঘাত বহুচর্চিত৷ কিন্তু চিতাবাঘের সঙ্গে মানুষের দ্বন্দ্ব খুব একটা শোনা যেত না৷ তবে গত কয়েকদিনে একের পর এক চিতাবাঘের মৃত্যুর ঘটনায় নাম জড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের৷ তার জেরে বদলে গিয়েছে পরিচিত সমীকরণ৷ ক্রমশই প্রকট হচ্ছে চিতাবাঘ এবং সাধারণ মানুষের সংঘাত৷

Advertisement

[‘আইনসিদ্ধ হলেও বাহিনীতে সমকামিতা বরদাস্ত নয়’, হুঁশিয়ারি সেনাপ্রধানের]

গত ৬ জানুয়ারি মহারাষ্ট্রের কোয়লারি গ্রামের কাছে নাভেগাঁও নাগজিরা ব্যাঘ্র সংরক্ষণালয়ের কাছে একটি চিতাবাঘ পড়ে রয়েছে বলে খবর পায় বনদপ্তর৷ সেই অনুযায়ী তড়িঘড়ি ওই এলাকায় পৌঁছান বনকর্মীরা৷ মাত্র ছ’মাস বয়সি ওই চিতাবাঘটিকে উদ্ধার করা হয়৷ কিন্তু প্রশ্ন হল কীভাবে জখম হয়েছিল ওই চিতাবাঘটি? বনকর্মীরা জানান, ‘‘জঙ্গল ছেড়ে চিতাবাঘটি লোকালয়ে চলে আসে৷ এটাই ছিল তার ‘অপরাধ’৷ স্থানীয় বাসিন্দারা দেখা মাত্রই চিতাবাঘটিকে ঘিরে ধরে৷ লেজ ধরে টানতে টানতে গ্রামের বিভিন্ন প্রান্তে ঘোরানো হয় তাকে৷ অত্যাচারের জেরে অসুস্থ হয়ে পড়ে চিতাবাঘটি৷ জ্ঞান হারায় সে৷ গ্রামবাসীরা ভাবে চিতাবাঘটি মারা গিয়েছে৷ তাই এলাকার একটি জঙ্গলের কাছে ফেলে দেওয়া হয় ওই চিতাবাঘটিকে৷’’ শুধু অত্যাচারই নয়, অসুস্থ হয়ে পড়া ওই চিতাবাঘটির সঙ্গে সেলফিও তোলে অত্যাচারীরা৷ এই খবর পাওয়া মাত্রই বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়৷ চিতাবাঘটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেন তাঁরা৷ নাগজিরা ব্যাঘ্র সংরক্ষণালয়ে আনা হয় তাকে৷ বনকর্মীদের দাবি, উদ্ধারের সময় চিতাবাঘটির শরীরে একাধিক ক্ষতচিহ্ন ছিল৷ চিকিৎসা চলছিল তার৷ যদিও তাতে শেষরক্ষা হয়নি৷ মাস ছয়েকের ওই চিতাবাঘটির মৃত্যু হয়েছে৷ 

[নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে উত্তপ্ত অসম, মুখ্যমন্ত্রীকে হুমকি উলফা প্রধানের]

এদিকে, ওই গ্রামের বেশ কয়েকজন যুবক চিতাবাঘকে অত্যাচারের সময় তোলা সেলফি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে৷ ওই অমানবিক ঘটনার ছবি বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়৷ ওই ছবি দেখার পরই সমালোচনায় সরব হন পশুপ্রেমীরা৷ এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ধৃতেরা হল প্রকাশ পুরম, লোকেশ ঝাডে এবং আসিফ শেখ৷ তাদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করছে পুলিশ৷

The post লোকালয়ে চলে আসার ‘অপরাধ’, লেজ ধরে গোটা গ্রাম ঘোরানো হল চিতাবাঘকে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement