shono
Advertisement

Breaking News

বান্দিপোরায় জঙ্গি ঘাঁটি ঘিরে ফেলে গুলি, নিকেশ লস্কর জঙ্গি মুসা

জঙ্গি দমন অভিযানে নেমেছে ভারতীয় সেনাবাহিনী৷ The post বান্দিপোরায় জঙ্গি ঘাঁটি ঘিরে ফেলে গুলি, নিকেশ লস্কর জঙ্গি মুসা appeared first on Sangbad Pratidin.
Posted: 04:03 PM Jan 19, 2017Updated: 10:37 AM Jan 19, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানটান উত্তেজনার পর অবশেষে জঙ্গিমুক্ত জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা৷ কেন্দ্রীয় বাহিনী ও নিরাপত্তারক্ষীদের গুলিতে নিকেশ হল এক শীর্ষ লস্কর জঙ্গি আবু মুসা৷ আল বদর জঙ্গি মুজফফর আহমেদের পর এই লস্কর জঙ্গির মৃত্যু পাক জঙ্গিদের মনোবলে চিড় ধরাতে পারবে বলেই মনে করছেন সেনাবাহিনীর শীর্ষ কর্তারা৷ বান্দিপোরায় আত্মগোপন করে সাধারণতন্ত্র দিবসের আগে দেশে বড় ধরনের হামলার ছক ছিল মুসার, খবর কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে৷

Advertisement

(সাধারণতন্ত্র দিবসে নাশকতার ছক বানচাল, সেনার গুলিতে খতম ৩ জঙ্গি)

লস্কর জঙ্গিরা প্রচুর অস্ত্রশস্ত্র-সহ বান্দিপোরায় লুকিয়ে রয়েছে বলে সেনাবাহিনীকে খবর দেন গোয়েন্দারা৷ সেই মতো শুরু হয় জঙ্গি নিধন অপারেশন৷ জঙ্গিদের গোপন ঘাঁটি ঘিরে ফেলে কয়েক ঘন্টা ধরে গুলিবর্ষণ করতে থাকেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ পাল্টা জঙ্গিরাও গুলি চালায়৷ তবে সেনাবাহিনীর সামনে বেশিক্ষণ টিকতে পারেনি মুসা৷ কেন্দ্রীয় বাহিনীর গুলিতে তার মৃত্যু হয়৷ বান্দিপোরার হাজিন এলাকায় চলে এই গুলির লড়াই৷ বৃহস্পতিবার সকালে সেনাবাহিনী জানিয়ে দেয়, অপারেশন শেষ৷ নিকেশ হয়েছে আবু মুসা৷ জঙ্গিদের ঘাঁটি থেকে উদ্ধার হয়েছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র৷ সেনাবাহিনীর তরফে নিহত জঙ্গির ছবিও প্রকাশ করা হয়৷

(কাশ্মীরে গুলির লড়াই, খতম কুখ্যাত লস্কর জঙ্গি)

গত বেশ কয়েকদিন ধরেই নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্ত বরাবর জঙ্গিদের আনাগোনা বেড়ে গিয়েছে৷ ২৬ জানুয়ারির আগে ভারতে বড়সড় হামলার ছক কষছে জঙ্গিরা৷ জঙ্গিদের টার্গেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ দেশের বেশ কয়েকজন শীর্ষ রাজনৈতিক নেতা৷ কেন্দ্রীয় গোয়েন্দারা এ বিষয়ে আগেভাগেই সতর্ক করে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রককে৷ গোয়েন্দাদের সতর্কবার্তা পেয়েই সাধারণতন্ত্র দিবসের আগে দেশজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ সীমান্তবর্তী এলাকাতেও চলছে বাড়তি নজরদারি৷ মাত্র ৭২ ঘন্টা আগেই জম্মু ও কাশ্মীরের অনন্তবাগে সেনার গুলিতে আরও তিন জঙ্গি নিহত হয়৷ গত ৬ জানুয়ারি বুদগাম জেলার মাচু এলাকায় সেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথবাহিনীর গুলিতে নিহত হয় আল বদর জঙ্গি মুজফফর আহমেদ৷

(আখনুরে জিআরইএফ ক্যাম্পে জঙ্গি হামলায় নিহত তিন)

The post বান্দিপোরায় জঙ্গি ঘাঁটি ঘিরে ফেলে গুলি, নিকেশ লস্কর জঙ্গি মুসা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement