shono
Advertisement

Breaking News

এই প্ল্যানে রিচার্জ করলেই তিন মাস বিনামূল্যে দেখা যাবে Disney+ Hotstar, জানুন খুঁটিনাটি

আর কী কী পরিষেবা মিলবে এই প্ল্যানে?
Posted: 04:20 PM Dec 04, 2023Updated: 04:24 PM Dec 04, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগেই আকর্ষণীয় একটি প্রি-পেড প্ল্যান নিয়ে হাজির হয়েছিল এয়ারটেল। যে প্ল্যানে রিচার্জ করলে বিনামূল্যে মিলবে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন। এবার গ্রাহকদের মুখে হাসি ফোটাতে আরও একটি প্ল্যান আনল এই টেলিকম সংস্থা। এই প্ল্যানে নিখরচায় দেখা যাবে ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar)।

Advertisement

রিলায়েন্স জিওর পাশাপাশি ভারতের বিভিন্ন শহরে ইতিমধ্যেই 5G কানেকশন চালু করেছে এয়ারটেল। এই হাইস্পিড ইন্টারনেট পরিষেবায় আরও দ্রুত ডাউনলোড করা যায় ভিডিও থেকে সিনেমা কিংবা কোনও গেম। সেই 5G প্ল্যানেই এবার বিনামূল্যে মিলবে ডিজনি+ হটস্টারের সাবস্ক্রিপশন। এয়ারটেলের তরফে এখনও কোনও সরকারি ঘোষণা না হলেও একটি রিপোর্ট বলছে, এবার ৮৬৯ টাকার রিচার্জ করলেই মিলবে এই পরিষেবা। ৮৩৯ টাকার যে প্ল্যানটি ছিল, সেটিরই আপগ্রেড প্ল্যান এটি। হটস্টারের পাশাপাশি এই প্ল্যানে গ্রাহকরা পাবেন প্রতিদিন ২ জিবি করে ৪জি ডেটা। যে সব শহরে 5G কানেকশন রয়েছে, সেখানকার ইউজাররা এই প্ল্যানে পাবেন আনলিমিটেড 5G ডেটা। সেই সঙ্গে তিন মাসের জন্য মোবাইলে ডিজনি+ হটস্টারের সমস্ত শো দেখতে পারবেন। প্ল্যানটির মেয়াদ ৮৪ দিন।

[আরও পড়ুন: ধোনির পেপটকে ইংরেজ বধ করলেন লারার দেশের ব্যাটার! কে তিনি?]

এখানেই শেষ নয়, আনলিমিটেড লোকাল STD এবং রোমিং ভয়েস কলও করতে পারবেন। পাশাপাশি রোজ ১০০টি করে SMS করা যাবে। এছাড়াও তিন মাসের জন্য নিখরচায় অ্যাপোলো সার্কল, Wynk মিউজিক, হ্যালো টিউনের মতো অফারগুলি তো থাকছেই।

এয়ারটেলের আগেই জিও একটি প্ল্যান এনেছিল, যাতে বিনামূল্যে পাওয়া যায় ডিজনি+ হটস্টারের মোবাইল সাবস্ক্রিপশন। তার জন্য রিচার্জ করতে হয় ৮০৮ টাকা দিয়ে। জিওকে টেক্কা দিতে সম্প্রতি বাজারে ১৪৯৯ টাকার প্ল্যান এসেছে এয়ারটেল। যেখানে অন্যান্য় পরিষেবার সঙ্গে মেলে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন। এবার নতুন প্ল্যানে দেখা যাবে ডিজনি+ হটস্টার।

[আরও পড়ুন: নীনা গুপ্তর বাড়িতে ‘উঁকিঝুঁকি’ জ্যাকি শ্রফের! ব্যাপার কী? দেখুন ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement