shono
Advertisement

প্রতি সেকেন্ডে ১৫০ HD সিনেমা ডাউনলোড! বিশ্বের দ্রুততম ইন্টারনেট পরিষেবা চিনে!

আমেরিকা-সহ সব দেশকে ইন্টারনেটের গতিতে টেক্কা বেজিংয়ের!
Posted: 04:42 PM Nov 15, 2023Updated: 04:42 PM Nov 15, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুগটা ইন্টারনেটের। এই যুগে দ্রুতগতির নেট পরিষেবা সকলেই চান। সারা বিশ্বেই এই নিয়ে নিরন্তর পরীক্ষা নিরীক্ষা চলছে। এতদিন পর্যন্ত সবথেকে দ্রুত ইন্টারনেট পরিষেবা দিতে পেরেছিল আমেরিকা। সম্প্রতি সেকেন্ডে ৪০০ গিগাবাইট ডেটা স্থানান্তরিত করতে সক্ষম হয়েছে তারা। কিন্তু এবার সবাইকে টেক্কা দিয়ে দিল চিন! এক চিনা সংবাদমাধ্যমের দাবি, তারাই তৈরি করেছে বিশ্বের দ্রুততম ইন্টারনেট নেটওয়ার্ক। তাক লাগিয়ে দিয়েছে প্রতি সেকেন্ডে ১.২ টেরাবাইটস ডেটা স্থানান্তর করে।

Advertisement

প্রসঙ্গত, সিংহুয়া বিশ্ববিদ্যালয়, চিনা মোবাইল, হুয়েই টেকনোলজিস ও সার্নেট কর্পোরেশনের সমন্বয়ে এই প্রকল্প। ৩ হাজার কিলোমিটারেরও বেশি অঞ্চল জুড়ে যে নেটওয়ার্ক বেজিং, ইউহান ও গুয়াংঝাউকে জুড়ে রেখেছে। প্রতি সেকেন্ডে ১.২ টেরাবাইটস বা ১.২ টিবিপিএস গতির অর্থ কী? হুয়েই টেকনোলজিসের সহ সভাপতি ওয়াং লেই জানাচ্ছেন, এর অর্থ এক সেকেন্ডে ১৫০টি হাই ডেফিনিশন সিনেমার সমান ডেটা স্থানান্তর করা!

[আরও পড়ুন: ‘আবার কবে তলব করা হবে?’, জানতে আচমকা ইডি দপ্তরে টিটাগড় পুরসভার প্রাক্তন চেয়ারম্যান]

সাধারণ ভাবে বিশ্বের অধিকাংশ গুরুত্বপূর্ণ ইন্টারনেট নেটওয়ার্কের ক্ষমতা ১০০ জিবি প্রতি সেকেন্ড। এর মধ্যে আমেরিকা ৪০০ জিবিপিএস ক্ষমতাও পৌঁছলেও তা চিনের এই সাফল্যের চেয়ে অনেকটাই কম। তবে এতেই শেষ নয়। এর চেয়েও দ্রুতগতির ইন্টারনেট এখন লক্ষ্য চিনের (China)। চাইনিজ অ্যাকাডেমি অফ ইঞ্জিনিয়ারিংয়ের এক কর্তার দাবি সেরকমই। তাঁর কথায়, ”এটা কেবলই এক সাফল্য মাত্র নয়। বরং এর ফলে চিনের কাছে সুযোগ রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে এর চেয়েও দ্রুততর ইন্টারনেট (Internet) পাওয়ার।”

[আরও পড়ুন: ৬ সংস্থার মাধ্যমে সাড়ে ৫০ কোটি পাচার বাকিবুরের, মালিক কারা? খুঁজছে ইডি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement