সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার সব ভাষাতেই দেশের নাম ‘ইন্ডিয়া’ থেকে ‘ভারত’ হওয়ার পথে? আসলে ৯ সেপ্টেম্বর আয়োজিত সম্মেলনের নৈশভোজের আমন্ত্রণপত্র পাঠিয়েছে রাষ্ট্রপতি ভবন। সেখানেই লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’। পাশাপাশি সরকার আগামী ১৮ সেপ্টেম্বর সংসদের বিশেষ যে অধিবেশন ডেকেছে, তাতে দেশের নামবদলের প্রস্তাব পেশ করা হতে পারে বলেও জল্পনা। আর তারপর থেকেই জোরালো হয়েছে চর্চা। ভাবুন, যদি সত্যিই ইন্ডিয়া চিরতরে বিদায় নেয় এবং সেখানে ‘ভারত’ আসে, তাহলে .IN ডোমেনের কী হবে?
বর্তমানে এ দেশকে ভারত কিংবা ইন্ডিয়া, যে কোনও নামে সম্বোধন করা যায়। সাধারণত ইংরাজিতে ইন্ডিয়া নামটি ব্যবহার করা হয়। আর হিন্দি কিংবা অন্য ভাষায় ভারত শব্দটির প্রচলন বেশি। কিন্তু সরকারিভাবে নাম বদলে গেলে সব ভাষাতেই ‘ভারত’ নামটিই ব্যবহৃত হবে। সেক্ষেত্রে .IN ডোমেনের ভবিষ্যৎ কী? এটি আসলে ccTLD। অর্থাৎ দেশের কোড ব্যবহৃত টপ লেয়ার ডোমেন। INRegistry অর্গ্যানাইজেশনে .IN রেজিস্টার করা আছে। এর আবার বেশ কিছু সাবডোমেনও রয়েছে।
[আরও পড়ুন: সুস্মিতা অতীত, নতুন বান্ধবীর সঙ্গে হরিশ সালভের বিয়েতে রোম্যান্টিক মুডে ললিত মোদি!]
সাধারণত .IN-এর মাধ্যমে বুঝিয়ে দেওয়া যায় যে সেই ওয়েবসাইটটি ভারতের। যেমন চিনের ক্ষেত্রে .CN, মার্কিন ওয়েবসাইটের ক্ষেত্রে .US ব্যবহার করা হয়। এমনিতে দেশের নাম বদলে গেলেও এই ডোমেন যে অকেজো হয়ে পড়বে, এমনটা নয়। তবে সেক্ষেত্রে এর মাধ্যমে দেশের নাম বোঝানো যাবে না।
এই সমস্যা সমাধান করতে ডোমেনের নাম বদলে .BH কিংবা .BR অথবা .BT ব্যবহারের কথা ভাবা যেতে পারে। কিন্তু সমস্যা হল, এই সব TLD ইতিমধ্যেই ব্যবহার হয়ে গিয়েছে। তাই .BHARAT. অথবা .BHRT ব্যবহার করতে হবে। অর্থাৎ দেশের নাম বদলালে ঢেলে সাজাতে হবে ডোমেনকেও। এবার দেখার এই জল্পনার জল কোন দিকে গড়ায়।
