সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমানযাত্রায় কি ক্য়ান্ডি ক্র্য়াশ খেলছেন মহেন্দ্র সিং ধোনি? সোশ্যাল মিডিয়াজুড়ে শুরু হয়ে যায় জোর চর্চা। আর তারই সুবাদে টুইটারে ট্রেন্ডিং হয়ে যায় এই মোবাইল গেম। শুধু তাই নয়, মাত্র ৩ ঘণ্টা গেমটি ৩০ লক্ষেরও বেশি ডাউনলোড করে ফেলেন। অর্থাৎ ক্যাপ্টেন কুলের কীর্তিতেই লক্ষ্মীলাভ ক্যান্ডি ক্র্যাশের।
সম্প্রতি চেন্নাই অধিনায়কের ইন্ডিগো সংস্থার বিমানে যাওয়ার একটি ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। যেখানে এক বিমানসেবিকার সঙ্গে তাঁর ‘মিষ্টিমধুর’ আচরণে মুগ্ধ অনুরাগীরা। কিন্তু তার মধ্যেও নেটাগরিকদের নজর চলে গিয়েছে ধোনির ট্যাবটির দিকে। অনেকেরই দাবি, আকাশপথে টাইমপাস করতে ক্যান্ডি ক্র্যাশ খেলছিলেন ধোনি। আর এই আলোচনার সৌজন্যেই হু হু করে ডাউনলোড হতে থাকে জনপ্রিয় এই মোবাইল গেমটি। জানা গিয়েছে, মাত্র ৩ ঘণ্টায় ৩৬ লক্ষের বেশিবার গেমটি ডাউনলোড করেছেন। টুইটারে ট্রেন্ডিং হয়ে গিয়েছে #CandyCrush। যদিও কেউ কেউ দাবি করছেন, ধোনি Pet Rescue Saga গেমটি খেলছিলেন Candy Crush নয়। তবে ধোনির ভিডিও ভাইরাল হওয়ার পর ক্যান্ডি ক্র্যাশ অ্যাপের যা আয় করার, করে ফেলেছে। যে জন্য টুইটারে ধোনিকে ধন্যবাদও জানিয়েছে তারা।
[আরও পড়ুন: ‘আমরা দাদা-ভাই’, ভাঙড় ‘পুড়িয়ে’ পাশাপাশি দাঁড়িয়ে শান্তির বার্তা নওশাদ-শওকতের]
উল্লেখ্য, নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে যেখানে দেখা গিয়েছিল, নীল টি-শার্ট গায়ে বিমানের ইকোনমিক ক্লাসে জানলার ধারের সিটে বসে চেন্নাই অধিনায়ক। সেই সময়ই এক বিমানসেবিকা তাঁর দিকে এগিয়ে আসেন। হাতে ট্রে ভরতি চকোলেট। তার মধ্যে নানারকমের চকোলেট সাজিয়ে রাখা। প্রথমে একটি চিরকুট ধোনির (MS Dhoni) হাতে ধরিয়ে দেন ওই বিমানসেবিকা। তারপর চকোলেটগুলি নেওয়ার অনুরোধ জানান। ধোনি চিরকুটটি হাতে নিয়ে ট্রে থেকে একটি চকোলেটের প্যাকেট তুলে নিয়ে ধন্যবাদ জানান। মিষ্টি হেসে তাঁকে বলেন, আর চকোলেট নেবেন না। একটাই যথেষ্ট। সেখানেই ধোনি ট্যাবে গেম খেলতে দেখা গিয়েছিল।
দেশের সর্বকালের সেরা অধিনায়ক তিনি। তাঁর ঝুলিতে জোড়া বিশ্বকাপ, একটি চ্যাম্পিয়ন্স ট্রফি। পাঁচটি আইপিএল খেতাব। তা সত্ত্বেও তাঁর পা যে সর্বদা মাটিতেই থাকে, এই ভিডিওই তার প্রমাণ।