সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ওপেন এআই’ এখন অতীত। এবার আরও উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণার জন্য মাইক্রোসফটে যোগ দিচ্ছেন স্যাম অল্টম্যান। শুধু তিনি একা নন, ‘ওপেন এআই’ সংস্থার প্রেসিডেন্ট গ্রেগ ব্রোকম্যানও রয়েছেন এই দলে। সোমবার নিজের এক্স হ্যান্ডেলে সেকথা জানিয়েছেন মাইক্রোসফটের কর্ণধার সত্য নাদেলা। তিনি জানিয়েছেন, “অল্টম্যান এবং ব্রোকম্যানকে সাহায্য় করতে মুখিয়ে রয়েছে আমরা।” উল্লেখ্য, সম্প্রতি নিজের তৈরি প্রতিষ্ঠান থেকেই বিতাড়িত হয়েছিলেন অল্টম্যান।
নিজের এক্স হ্যান্ডেলে সত্য নাদেলা লিখেছেন, অল্টম্যান এবং ব্রোকম্যানের নেতৃত্বাধীন টিমের সঙ্গে কাজ করতে আমরা মুখিয়ে রয়েছি। আনন্দের সঙ্গে এই খবর ভাগ করে নিচ্ছি।” কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত নতুন নতুন উদ্ভাবনের প্রতি তাঁরা প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান নাদেলা।
[আরও পড়ুন: নজরে ৩ জেলা, আবাস যোজনার ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ চেয়ে নবান্নে চিঠি কেন্দ্রের]
প্রসঙ্গত, শুক্রবার স্যাম অল্টম্যানকে সিইও পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেয় ‘ওপেন এআই’-র বোর্ড। একটি ব্লগ পোস্টে বোর্ড সাফ জানায়, অল্টম্যানের উপর আস্থা নেই। প্রতিষ্ঠানকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নেই তাঁর। উল্লেখ্য, খুব দ্রুত উন্নতি করে চলেছে চ্যাটজিপিটি। অচিরেই এই চ্যাটবট চাকরি কাড়বে বহু মানুষের বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন অল্টম্যান। এবার তাঁর চাকরি হারানোর খবরেই সরগরম হয় প্রযুক্তি দুনিয়া। যদিও অল্টম্যানকে সংস্থায় ফেরানোর জন্য মাইক্রোসফট-সহ অন্যান্য বিনিয়োগকারীরা ফেরানো নিয়ে আলোচনা চালাচ্ছিল বলে খবর রটেছিল। যেহেতু তারা বহু অর্থ বিনিয়োগ করেছে ‘ওপেন এআই’ সংস্থায়, তাই উদ্বেগ বাড়ছে তাদেরও। এর পরই অল্টম্যান এবং ব্রোকম্যান মাইক্রোসফটে যোগ দিচ্ছেন বলে জানালেন নাদেলা।