সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্তনের ক্যানসার বা ব্রেস্ট ক্যানসার (Breast Cancer) ক্রমেই তার থাবা চওড়া করছে এদেশে। বিশেষ করে মেট্রো শহরগুলিতে। কেবল নারীরাই নয়, পুরুষরাও আক্রান্ত হতে পারেন স্তনের ক্যানসারে। সারা বিশ্বেই এর ভয়াবহতার ছবিটা একই রকম। এই পরিস্থিতিতে বিজ্ঞানীরা দাবি করলেন, একটি পাতলা ব্যাটারিই নাকি মারণরোগের হাত থেকে রেহাই দিতে পারে। আর তাও মাত্র দু’সপ্তাহের ভিতরে।
চিনের ফুদান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও এই সংক্রান্ত গবেষণাপত্রের অন্যতম লেখক ফ্যান ঝ্যাং দাবি করেছেন, নিজে নিজেই চার্জ হয় ব্যাটারিটি। আর তা অনায়াসেই টিউমারের মোকাবিলা করতে পারে। ঠিক কী ভাবে কাজ করে এই ব্যাটারি? গবেষকদের দাবি, ক্যানসার (Cancer) আক্রান্ত টিউমারের (Tumour) কোষে লবণজল ইঞ্জেকশন দেওয়ার পর সেখানে মৃদু বিদ্যুৎ সরবরাহ করলে যন্ত্রটি অনায়াসে অক্সিজেন শুষে নিতে পারবে। ফলে ক্যানসার কোষগুলি অক্সিজেনহীন হয়ে পড়বে। এই অবস্থাকে বলা হয় হাইপক্সিয়া। এভাবে চললে দু’সপ্তাহের মধ্যেই অনেকটাই স্বস্তি মিলবে। পরীক্ষায় দেখা গিয়েছে, ১৪ দিনের মধ্যেই ৯০ শতাংশ শুশ্রুষা মিলছে। উল্লেখ্য, একবার চার্জ হওয়া অবস্থায় ব্যাটারিটি ৫০০ ঘণ্টা চলতে পারে।
[আরও পড়ুন: ‘বিরোধীদের জোর ধাক্কা দিয়েছে আদালত’, CBI-ED মামলা খারিজ নিয়ে তীব্র কটাক্ষ মোদির]
স্বাভাবিক ভাবেই এহেন গবেষণা ঘিরে উচ্ছ্বসিত গবেষকরা। তবে এই বিষয়ে এখনও অনেক গবেষণার প্রয়োজন রয়েছে বলে মনে করা হচ্ছে। কেননা আপাতত ইঁদুরের শরীরেই এটি পরীক্ষা করে দেখা হয়েছে। পাশাপাশি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আবার সতর্ক করে বলছেন, টিউমারের কোষে হাইপক্সিয়া সৃষ্টি হলে সেখান থেকে ক্যানসার অন্যত্র ছড়িয়ে পড়ার আশঙ্কাও থেকে যায়। যদিও যে ইঁদুরের শরীরে এই ব্যাটারি প্রয়োগ করে দেখা হয়েছে, তাদের কারও ক্ষেত্রেই তেমনটা ঘটেনি। আপাতত তাই সদর্থক মনেই গবেষণা এগিয়ে নিয়ে যেতে চাইছেন গবেষকরা।