shono
Advertisement

PSG-কে জিতিয়ে নয়া মাইলস্টোন মেসির, ভাঙলেন রোনাল্ডোর রেকর্ডও

ইউরোপে খেলা চালিয়ে যাওয়ার সৌজন্যে সিআর সেভেনকে টপকে গেলেন মেসি।
Posted: 02:54 PM Apr 09, 2023Updated: 02:54 PM Apr 09, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলবদলের জল্পনার মাঝেই ফের প্যারিস সাঁ জাঁর জার্সিতে দুরন্ত ছন্দে ধরা দিলেন লিওনেল মেসি। শনিবার রাতে লিগ ওয়ানের ম্যাচে নাইসের বিরুদ্ধে গোল করেই নয়া রেকর্ডের মালিক হয়ে গেলেন আর্জেন্টাইন সুপারস্টার। ভাঙলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নজিরও।

Advertisement

তা কী নজির গড়লেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক (Lionel Messi)? আসলে শনিবার নাইসের বিরুদ্ধে ২-০ গোলে জেতে পিএসজি (PSG)। যেখানে একটি নিজে করেন এবং অন্যটি করান মেসি। আর সেই গোলটি করতেই ক্লাব কেরিয়ারের হাজারতম গোলের মালিক হয়ে যান এলএম টেন। স্প্যানিস তারকা সের্জিও ব়্যামোসের সঙ্গে এক আসনে বসেন তিনি। এখানেই শেষ নয়, পর্তুগিজ মহাতারকা রোনাল্ডোকেও (Cristiano Ronaldo) এদিন পিছনে ফেলে দেন মেসি। কীভাবে? ইউরোপের ক্লাবের হয়ে মোট ৭০২টি গোলের পাশে জ্বলজ্বল করছে মেসির নাম। সেখানে রোনাল্ডোর সংগ্রহ ৭০১। প্রসঙ্গত, আপাতত ইউরোপের ক্লাবে খেলেন না রোনাল্ডো। সৌদির ক্লাব আল নাসেরেস হয়ে যদিও দারুণ ফর্মেই রয়েছেন তিনি।

[আরও পড়ুন: মা সারদার পর মেসি-মারাদোনা-পেলের সঙ্গে মমতার তুলনা, ফের বিতর্কে নির্মল মাজি]

তবে ইউরোপে খেলা চালিয়ে যাওয়ার সৌজন্যে সিআর সেভেনকে টপকে গেলেন মেসি। তাঁর ৭০২টি গোলের মধ্যে ৬৭২টিই বার্সেলোনার জার্সিতে। ক্যাটালান ক্লাবের হয়ে ৭৭৮টি ম্যাচ খেলে এই নজির গড়েছিলেন তিনি। আর দেখতে দেখতে পিএসজির হয়েও ৩০টি গোল হয়ে গেল তাঁর। ২০১২ সালে এক ক্যালেন্ডার ইয়ারে ৯১টি গোলের রেকর্ড গড়েছিলেন এলএম টেন। শুধু তাই নয়, ২৯৮টি গোলের নেপথ্যেও রয়েছে মেসির পা। কোথায় থামবেন তিনি, জানা নেই। তবে এভাবেই অপ্রতিরোধ্য মেসি ম্যাজিক দেখে যেতে চান সমর্থকরা।

[আরও পড়ুন: দেশে বাড়ল বাঘের সংখ্যা, ২০ কিমি জঙ্গল সাফারির পর ঘোষণা গর্বিত মোদির, দেখুন ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement