shono
Advertisement

বিহারে শিশুদের রহস্যমৃত্যুর জন্য দায়ী লিচু!

ইন্দো-মার্কিন গবেষকদের এই বিস্ফোরক দাবির নেপথ্যে কারণটা কী? The post বিহারে শিশুদের রহস্যমৃত্যুর জন্য দায়ী লিচু! appeared first on Sangbad Pratidin.
Posted: 04:11 AM Feb 02, 2017Updated: 03:25 PM Jan 04, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৪ সালে বিষয়টি সামনে এনেছিল সর্বভারতীয় একটি সংবাদসংস্থা৷ দাবি ছিল সাংঘাতিক৷ ১৯৯৪ সালে ২০১৪ সালের মধ্যে রহস্যজনকভাবে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০০০ জন শিশুর৷ সেই সময় থেকেই এই নিয়ে যৌথভাবে তদন্ত শুরু করেছিলেন ভারতীয় ও মার্কিন গবেষকরা৷ তাঁদের চাঞ্চল্যকর দাবি, অধিকাংশ শিশুর মৃত্যু লিচু খাওয়ার ফলেই হয়েছে৷

Advertisement

(ক্লাসরুমে প্রাক্তন প্রেমিকাকে পুড়িয়ে মেরে আত্মঘাতী যুবক)

হাসপাতালে ভর্তি হওয়া ৩৯০ জন শিশুকে নিয়ে কেস স্টাডি করেছিল জাতীয় রোগ নিয়ন্ত্রণ সংস্থা এবং আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল৷ যার মধ্যে ১২২ শিশু স্বাভাবিক রোগ ভোগের ফলে মারা যায়৷ কিন্তু ২০৪ জন শিশুর মৃত্যু রক্তে শর্করার পরিমান কমে যাওয়ার ফলে হয়৷ জানা গিয়েছে, যাদের এই রোগ দেখা গিয়েছে প্রত্যেকেই খালি পেটে লিচু খেয়েছে৷ আর এটাই এই রোগের প্রধান কারণ বলে জানিয়েছেন বিজ্ঞানীরা৷

জুন-জুলাই মাসে বিহারের মুজাফফরপুরে প্রচুর পরিমাণে লিচুর ফলন হয়৷ যার ফলে সেখানে অধিকাংশ শিশুরাই খালি পেটে লিচু খেয়ে ফেলে৷ অনেকে আবার রাতের খাবারের বদলেও লিচু খেয়ে শুয়ে পড়ে৷ সেই কারণেই অদ্ভূত রোগটির প্রকোপ এই স্থানেই সবচেয়ে বেশি৷ তবে, এখনই লিচু নিয়ে ভয় পাওয়ার কোনও প্রয়োজন নেই বলেই জানিয়েছেন গবেষকরা৷ কারণ ভরা পেটে লিচু খেলে কোনও অসুবিধা হয় না৷

(বাজেটে দাম বাড়ল তামাকজাত দ্রব্য এবং মোবাইল ফোনের)

The post বিহারে শিশুদের রহস্যমৃত্যুর জন্য দায়ী লিচু! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement