shono
Advertisement

হাসপাতালের পাইপ বেয়ে পালানোর চেষ্টা, প্রত্যক্ষদর্শীদের তৎপরতায় ধরা পড়ল বন্দি

চাঞ্চল্য আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে৷ The post হাসপাতালের পাইপ বেয়ে পালানোর চেষ্টা, প্রত্যক্ষদর্শীদের তৎপরতায় ধরা পড়ল বন্দি appeared first on Sangbad Pratidin.
Posted: 01:51 PM Jul 11, 2018Updated: 02:21 PM Jul 11, 2018

অর্ণব আইচ: রাতের অন্ধকারে হাসপাতালের পাইপ বেয়ে পালানোর চেষ্টা৷ স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ধরা পড়ল এক বিচারাধীন বন্দি৷ ঘটনাটি ঘটেছে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে৷ ওই বন্দিকে আটক করেছে টালা থানার পুলিশ৷ এদিকে, সরকারি হাসপাতাল থেকে বন্দির পালানোর চেষ্টার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে৷

Advertisement

[অপরিচ্ছন্ন স্কুলের শৌচাগার, হিন্দু স্কুলের সামনে বিক্ষোভ অভিভাবকদের]

দমদম কেন্দ্রীয় সংশোধনাগারের বন্দি বছর কুড়ির নীরজ সাউ৷ তার বিচার চলছে৷ জেল সূত্রে খবর, মঙ্গলবার জেলের ভিতরেই ব্লিচিং পাউডার খেয়ে ফেলে নীরজ৷ গুরুতর অসুস্থ অবস্থায় তাকে আনা হয় আরজি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে৷ রাত সাড়ে দশটা নাগাদ হাসপাতালের ছ’তলার শৌচাগার থেকে পাইপ বেয়ে নিচে নামার চেষ্টা করে ওই বন্দি৷ ঘটনাটি নজরে পড়ে যায় স্থানীয় বাসিন্দাদের৷ তাঁদের চিৎকারে ছুটে আসে আরজি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল লাগোয়া ফাঁড়ির পুলিশ৷ এদিকে পরিস্থিতি বেগতিক বুঝে ততক্ষণে দোতলার একটি ঘরে লুকিয়ে পড়েছে নীরজ৷ শেষপর্যন্ত, ওই যুবককে আটক করে টালা থানার পুলিশ৷

কিন্তু, সাধারণত কোনও বিচারাধীন বন্দি হাসপাতালে ভরতি হলে, ওয়ার্ডের বাইরে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা থাকে৷ তাহলে কীভাবে পালানোর ছক কষল দমদম কেন্দ্রীয় সংশোধানাগারের বন্দি নীরজ? পুলিশের বক্তব্য, রাতে শৌচাগারে যাওয়ার নাম করে ওয়ার্ড থেকে বাইরে বেরিয়েছিল ওই যুবক৷ বাথরুমের কাচের জানলা ভেঙে পাইপ বেয়ে নিচে নামার চেষ্টা করে সে৷ তবে শেষরক্ষা হয়নি৷ এই ঘটনার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে৷ স্থানীয় টালা থানার কোনও গাফিলতি ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে৷

[রক্তমোক্ষণে সুস্থ ১৫০ রোগী, শ্যামবাজারের জে বি রায় হাসপাতালে জোঁক বিপ্লব]

The post হাসপাতালের পাইপ বেয়ে পালানোর চেষ্টা, প্রত্যক্ষদর্শীদের তৎপরতায় ধরা পড়ল বন্দি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement