সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বড়সড় ভাঙন দিল্লি কংগ্রেসে (Delhi Congress)। প্রদেশ সভাপতি অরবিন্দর সিং লাভলির পর এবার দল ছাড়লেন আরও দুই প্রভাবশালী নেতা। আপের সঙ্গে জোট মানতে না পেরেই দলত্যাগের সিদ্ধান্ত, সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে চিঠি লিখে জানিয়েছেন তাঁরা।
দলত্যাগী দুই নেতা হলেন নীরজ বাসোয়া এবং নসিব সিং। এরা দুজনেই প্রাক্তন বিধায়ক। নীরজ বাসোয়াকে আবার পশ্চিম দিল্লি লোকসভা কেন্দ্রের পর্যবেক্ষক করেছিল দল। লোকসভায় সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছিল নসিব সিংকেও। দুজনেই কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে লেখা চিঠিতে স্পষ্ট বলেছেন, আপের সঙ্গে জোট মানতে না পেরেই দলত্যাগের সিদ্ধান্ত। এরা দুজনেই সদ্য কংগ্রেস ত্যাগী অরবিন্দর সিং লাভলির অনুগামী হিসাবে পরিচিত।
[আরও পড়ুন: কোভিশিল্ড ভ্যাকসিনে ভয়ংকর পার্শ্বপ্রতিক্রিয়া! আক্রান্তদের সমবেদনা জানাল সংস্থা]
উল্লেখ্য, গত সপ্তাহেই কংগ্রেস ছেড়েছেন তৎকালীন প্রদেশ সভাপতি অরবিন্দর সিং লাভলি (Arvinder Singh Lovely)। আম আদমি পার্টির প্রবল বিরোধী হিসাবে পরিচিত লাভলি। খাড়গেকে লেখা চিঠিতে লাভলি সাফ জানান, “যে দলটার জন্মই হয়েছিল কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা, ভুয়ো, মনগড়া অভিযোগ করে তাদের বিরুদ্ধে জোটে আপত্তি ছিল গোটা দিল্লি কংগ্রেস ইউনিটের। কিন্তু সেটা সত্বেও দিল্লিতে আপের সঙ্গে জোট করা হল। যা মেনে নেওয়া অসম্ভব।”
[আরও পড়ুন: এক দেওয়ালে দুই নাম, প্রার্থী কে? দেবাশিস নাকি দেবতনু! চরম বিভ্রান্তি বীরভূম বিজেপিতে]
সার্বিকভাবে লোকসভা ভোটের (Lok Sabha 2024) মুখে একের পর এক নেতার দলত্যাগ চাপ বাড়াচ্ছে কংগ্রেসের উপর। আপের সঙ্গে জোট যে নীচুতলার কর্মীরা ভালোভাবে নিচ্ছেন না, সেটাও নেতাদের দলত্যাগে স্পষ্ট। প্রশ্ন উঠছে, লোকসভা নির্বাচনের আপাত স্বার্থ দেখতে গিয়ে, কংগ্রেসের দীর্ঘকালীন ক্ষতি হচ্ছে না তো।