সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চব্বিশের লোকসভা ভোটে ঘাটাল নিঃসন্দেহে হাইভোল্টেজ কেন্দ্র। ঘাসফুলের জমিতে পদ্ম ফোটাতে মরিয়া বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। টলিউডের ‘চ্যাম্পিয়ন’ বনাম ‘মাচো মস্তানা’র ব্লকবাস্টার প্রচারে মজেছেন ঘাটালের মানুষও। প্রচারের ময়দানে তৃণমূলের সুপারস্টার প্রার্থী দেবকে সূচাগ্র মেদিনি ছাড়তে নারাজ পদ্মপ্রার্থী! সুযোগ পেলেই বিদায়ী সাংসদকে খোঁচা দিতে ব্যস্ত হিরণ। এবার ফের একবার দেবকে কটাক্ষ তাঁর।
বৃহস্পতিবার প্রচারে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেব বলেছিলেন, “আমি এবার ভোটে দাঁড়াতাম না। শুধুমাত্র ঘাটাল মাস্টার প্ল্যানের কথা ভেবেই দাঁড়িয়েছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা রেখেছেন। নির্বাচন কমিশনের কাছে কাজ শুরু করার অনুমতি চাওয়া হয়েছে ইতিমধ্যেই। আশা করি খুব শিগগিরিই মাস্টারপ্ল্যানের কাজ শুরু হবে। এরপর আপনারাই ভাববেন ভোটটা কাকে দেবেন?” সেই প্রেক্ষিতেই তৃণমূলের তারকা প্রার্থীকে বিঁধে হিরণ বললেন, “১০ বছরের সাংসদ সংবিধানই পড়েননি। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ কি নির্বাচন কমিশন করবে?”
[আরও পড়ুন: কঙ্গনার অনুপ্রেরণাতেই রাজনীতিতে কৃতী স্যানন? ভোটের মুখে বড় কথা অভিনেত্রীর!]
এখানেই অবশ্য থামেননি পদ্মপ্রার্থী। নুসরত জাহানের ১৭৪ ধারা জারি মন্তব্যের প্রসঙ্গ টেনেও আক্রমণ করলেন। হিরণ চট্টোপাধ্যায়ের কথায়, “নির্বাচন কমিশনের কাজ ভোট করানো। ওই যে আরেকজন সাংসদ ছিলেন, বসিরহাটের সাংসদ। উনিও ১৪৪ ধারাকে ১৭৪ ধারা বলেছিলেন। দেবেরও ওরকমই পরিস্থিতি।
এমন সংবিধান পড়েছেন যে, ঘাটাল মাস্টার প্ল্যানের কাজের অনুমতি ওঁকে কমিশনের কাছ থেকে চাইতে হচ্ছে। বাংলার মানুষ দেখুক দশ বছরের সাংসদ হয়েও কেমন সংবিধান পড়েছেন উনি। নির্বাচন কমিশন যদি ঘাটাল মাস্টার প্ল্যান করে, তাহেল ভোটটা কে করাবে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার?”
বিরোধী প্রার্থীকে কুরুচিকর আক্রমণেই ক্ষান্ত হননি হিরণ। ভোট যত এগিয়ে আসছে, ততই যেন বেসামাল হচ্ছেন বিজেপির তারকা প্রার্থী। ডেবরার ট্যাবাগেরিয়াতে বিডিওর ঘরে ঢুকে পুলিশ-প্রশাসনকে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। যার জেরে নির্বাচন কমিশন হিরণকে শোকজ করে।