সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি ক্ষমতায় এলেও প্রধানমন্ত্রী পদে মোদির মেয়াদ আর মাত্র কয়েক মাস। বিস্ফোরক দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আপ সুপ্রিমোর দাবি, সেপ্টেম্বরেই দিল্লির মসনদে মোদির (Narendra Modi) বদলে বসবেন তাঁরই অনুচর অমিত শাহ।
দিল্লির মুখ্যমন্ত্রীর প্রশ্ন, "ওরা বলছে ইন্ডিয়া (INDIA) জোট জিতলে প্রধানমন্ত্রী কে হবেন, আমার প্রশ্ন, আপনাদের প্রধানমন্ত্রী কে হবেন?" কেজরির (Arvind Kejriwal) যুক্তি, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বয়স ৭৫ বছর হচ্ছে আগামী ১৭ সেপ্টেম্বর। তিনি নিজেই নিয়ম করেছেন ৭৫ বছর বয়স হলেই দলের নেতারা অবসর নেবেন। লালকৃষ্ণ আডবানী, মুরলী মনোহর জোশী, সুমিত্রা মহাজন, যশবন্ত সিনহারা এই নিয়মের বলি হয়েছেন। এবার তাহলে ১৭ সেপ্টেম্বর মোদিও অবসর নেবেন।"
[আরও পড়ুন: অমিত শাহকে বিদায় জানাতে বিমানবন্দরে ‘কয়লা মাফিয়া’! তালিকা প্রকাশ করে তোপ তৃণমূলের]
এর পরই কেজরিওয়ালের কৌশলী প্রশ্ন, "মোদি অবসর নিলে প্রধানমন্ত্রী কে হবেন? মোদির গ্যারান্টি কে পূরণ করবেন? অমিত শাহ করবেন কী? নিজের বিশ্বস্ত সঙ্গী অমিত শাহকে কুরসিতে বসাবেন মোদি। মনে রাখবেন, আপনি কিন্তু মোদিকে ভোট দিচ্ছেন না। ভোট দিচ্ছেন অমিত শাহকে। মোদি ভোট চাইছেন অমিত শাহর জন্য।" আসলে এবারের লোকসভা নির্বচনে (Lok Sabha 2024) বিজেপির সবচেয়ে বড় ইউএসপিই হল মোদির ভাবমূর্তি। কৌশলে সেই ভাবমূর্তিকেই অকেজো করে দিতে চাইলেন কেজরি।
[আরও পড়ুন: শিয়ালদহে বাতিল মেগা ব্লক, ১২ বগি ট্রেন চালানো নিয়ে অনিশ্চয়তা]
এখানেই শেষ নয়, তিনি দাবি করেছেন, নরেন্দ্র মোদি ‘এক দেশ-এক নেতা’র ধারণা প্রতিষ্ঠা করতে চাইছেন। আপ সুপ্রিমোর বিস্ফোরক দাবি, বিরোধী নেতাদের তো বটেই দলের অন্দরে নিজের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদেরও ছাড়বেন না মোদি। কেজরির দাবি, “লালকৃষ্ণ আডবানী, মুরলী জোশী, শিবরাজ চৌহান, বসুন্ধরা রাজে, খাট্টার, রমণ সিংদের রাজনৈতিক কেরিয়ার শেষ করে দিয়েছেন। এবার যোগী আদিত্যনাথের পালা। মোদি ক্ষমতায় ফিরলে দুমাসের মধ্যে উত্তরপ্রদেশের কুরসিতে অন্য কাউকে বসাবেন।”
যদিও অমিত শাহ নিজেই কেজরির পালটা দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, "৭৫ বছর বয়সেই অবসর নিতে হবে, এমন কোনও কথা বিজেপির সংবিধানে লেখা নেই। ক্ষমতায় ফিরলে মোদি নিজের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন। আগামী দিনেও দেশকে নেতৃত্ব দেবেন। বিজেপির অন্দরে এ নিয়ে কোনও সংশয় নেই। " যদিও শাহী সাফাইয়ের পর পালটা প্রশ্ন উঠছে, তাহলে কি 'কুরসির মোহে' নিজের তৈরি করা নিয়ম নিজেই ভাঙবেন মোদি।