সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গান্ধীরা কেউ নন। 'গড়' পুনরুদ্ধারে পরিবারের ঘনিষ্ঠ কিশোরী লাল শর্মার (Kishori Lal Sharma) উপর ভরসা রেখেছে কংগ্রেস। স্মৃতি ইরানিকে টক্কর দিতে পরিবারের পুরনো 'অনুগত' নেতার উপর আস্থা গান্ধী পরিবারের।
কে এই কেএল শর্মা?
গান্ধী পরিবারের অনুগত। ৪ দশক ধরে পরিবারের সঙ্গে যুক্ত। কিশোরী লাল শর্মা অবশ্য জন্মসূত্রে উত্তরপ্রদেশের নন। তাঁর জন্ম লুধিয়ানায়। ছাত্রজীবন থেকে কংগ্রেসি রাজনীতি করেন। রাজীব গান্ধীর সময় থেকেই গান্ধী পরিবারের সঙ্গে যোগাযোগ। রাজীবের মৃত্যুর পর গান্ধী পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা আরও বাড়ে। রাহুল সাংসদ থাকাকালীন তাঁর প্রতিনিধি হিসাবে কেএল শর্মাই আমেঠির কাজকর্ম দেখতেন। রায়বরেলিতেও সোনিয়ার প্রতিনিধি হিসাবে কাজ করেছেন তিনি। বস্তুত, আমেঠি ও রায়বরেলিতে গান্ধী পরিবারের 'মুখ' হিসাবে কাজ করেন তিনি।
[আরও পড়ুন: কষ্টের ‘স্মৃতি’ ভুলে রায়বরেলিতে রাহুল, আমেঠিতে নয়া মুখ কংগ্রেসের]
২৬ বছর বাদে আমেঠিতে কোনও অ-গান্ধীকে প্রার্থী করল কংগ্রেস (Congress)। এর আগে ১৯৯৬ সালে পরিবারেরই ঘনিষ্ঠ সতীশ শর্মাকে প্রার্থী করেছিল হাত শিবির। সেবার জিতলেও দুবছর বাদে ১৯৯৮ সালে হেরে যান সতীশ। ১৯৯৯ থেকে টানা ওই কেন্দ্রে প্রার্থী হয়ে আসছেন গান্ধীরা। ২৬ বছর বাদে ফের অগান্ধী প্রার্থী আমেঠিতে। আসলে কংগ্রেসের একসময়ের ‘দুর্গ’ এখন প্রহরীহীন। ২০১৯ লোকসভা নির্বাচনে আমেঠিতে স্মৃতি ইরানির কাছে ৫৫ হাজার ভোটে হারেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। জল্পনা ছিল, এবার (Lok Sabha 2024) রাহুল ফিরতে পারেন আমেঠিতে।
[আরও পড়ুন: চিন্তা বাড়াচ্ছে মুর্শিদাবাদ, তৃতীয় দফা নিয়ে জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে কমিশন]
কিন্তু কংগ্রেসের অন্দরের রিপোর্ট ছিল, আমেঠির লড়াই কঠিন। স্মৃতি ইরানি (Smriti Irani) সেখানে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। সেখানে জিততে হলে প্রচারে ঝড় তুলতে হবে। গান্ধী পরিবারের সদস্যরা ওই কেন্দ্রে প্রার্থী হলে দেশজুড়ে প্রচার করার সুযোগ থাকবে না। সেকারণেই আমেঠিতে দীর্ঘদিন পড়ে থাকা কিশোরীকে প্রার্থী করা হয়েছে। তাঁর হয়ে প্রচারে ঝাঁপাবে গোটা পরিবার। তাঁর মনোনয়নেও থাকবেন গান্ধী পরিবারের সদস্যরা। প্রিয়াঙ্কা গান্ধী ইতিমধ্যেই বলে দিয়েছেন, কেএল শর্মাকে মানুষ ৪০ বছরের জনসেবার পুরস্কার দেবেন।