shono
Advertisement

Breaking News

Mamata Banerjee

সভাস্থলে চটি ছিঁড়ল মুখ্যমন্ত্রীর, সেফটিপিন আটকাতে গিয়ে আঙুলে ফুটে বিপত্তি!

শুক্রবার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত গোপীবল্লভপুরে তৃণমূল প্রার্থী কালীপদ সোরেনের সমর্থনে জনসভা করতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বক্তব্য রাখার পরই তিনি বুঝতে পারেন, চটি ছিঁড়ে গিয়েছে।
Published By: Sucheta SenguptaPosted: 04:04 PM May 17, 2024Updated: 06:17 PM May 17, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনী প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর চটি ছিঁড়ে বিপত্তি। সভামঞ্চে সেই চটিতে সেফটিপিন লাগাতে গিয়ে সেই পিন মুখ্যমন্ত্রীর আঙুলে ফুটে গিয়ে হল বিপত্তি। যদিও তড়িৎ গতিতে এমন 'ছোট' বিপদ সামলে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  শুক্রবার ঝাড়গ্রাম (Jhargram) লোকসভা কেন্দ্রের অন্তর্গত গোপীবল্লভপুরে তৃণমূল প্রার্থী কালীপদ সোরেনের সমর্থনে জনসভা করতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  সেখানে বক্তব্য রাখার পরই তিনি বুঝতে পারেন, চটি ছিঁড়ে গিয়েছে। নিরাপত্তারক্ষী তাঁকে বলেন, নতুন চটি আনিয়ে নেবেন। কিন্তু মমতা বাধা দিয়ে পালটা প্রশ্ন করেন, কোথা থেকে আনবে? আসলে, মুখ্যমন্ত্রী একটি বিশেষ ধরনের চটিই পরে থাকেন। তা সর্বত্র পাওয়া যাবে কি না, তা নিয়ে তাঁর সংশয় হওয়াতেই ওই প্রশ্ন করেন। বলেন যে একটি সেফটিপিন পেলে তিনি তা চটিতে লাগিয়ে আপাতত ব্যবহার করবেন।

Advertisement

গোপীবল্লভপুরের মঞ্চে নিজেই ছেঁড়া চটিতে সেফটিপিন লাগান মুখ্যমন্ত্রী। ছবি: প্রতিম মৈত্র।

লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) প্রচারে বিভিন্ন জেলায় ঘুরে প্রচার করছেন তৃণমূল সুুপ্রিমো। শুক্রবার  তিনি গিয়েছিলেন গোপীবল্লভপুরের গজাশিমুল এলাকায় প্রচার করতে। সেখানে সভামঞ্চেই এই বিপত্তি হয়। চটি ছিঁড়ে যাওয়ার বিষয়টি বোঝার পর মাইক্রোফোন হাতে নিয়ে তৃণমূল নেত্রী ইন্দ্রনীল সেনের উদ্দেশে বলেন, ''ইন্দ্রনীল, তুমি গান সেট করো। আমার চটিটা ছিঁড়়ে গিয়েছে। আমি একটু সেফটিপিন লাগিয়ে নিই। আসলে চটির দোষ নয়। ওর যা আয়ু, তার চেয়ে বেশি আমি হেঁটে ফেলেছি।'' মুখ্যমন্ত্রীকে চটিতে সেফটিপিন লাগাতে সাহায্য করেন মন্ত্রী বীরবাহা হাঁসদা ও মঞ্চে উপস্থিত তৃণমূলের অন্যান্য মহিলা নেত্রীরা। 

[আরও পড়ুন: ঋতুস্রাবের সময় পেটে লাথি! কেজরির সহায়কের বিরুদ্ধে বিস্ফোরক FIR স্বাতীর]

সাদা শাড়ি এবং হাওয়াই চটি - দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর ফ্যাশন বলতে এটুকুই। তবে পায়ের সমস্য়ার কারণে চিকিৎসকদের পরামর্শ মতো একটি বিশেষ কোম্পানির চটি পরেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার রংও সাদা। দিনভর নানা কাজে ব্যস্ততার পাশাপাশি মুখ্যমন্ত্রীর বেশি হাঁটার অভ্যেস রয়েছে। যেখানেই থাকেন, সেখানেই ভোরে উঠে মর্নিং ওয়াক তাঁর বাঁধাধরা। নিজেই বিভিন্ন সময় বলে থাকেন, দিনে ৩০ কিলোমিটার বা তারও বেশি হাঁটেন। শুক্রবার তাই চটি ছিঁড়ে যাওয়ার নেপথ্যে তৃণমূল (TMC) সুপ্রিমো নিজের অতিরিক্ত হাঁটাহাঁটিকেই দায়ী করলেন। এদিন ঝাড়গ্রামের সভা শেষ করে ঘাটালে (Ghatal)চলে যান মুখ্যমন্ত্রী। ঘাটালের দাসপুরে তৃণমূলের তারকা প্রার্থী দেবের সমর্থনে জনসভা করেন। 

[আরও পড়ুন: বারান্দায় দুই বোনকে কুপিয়ে খুন! সাতসকালে হাড়হিম হত্যাকাণ্ড পাথরপ্রতিমায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঝাড়গ্রামের জনসভা শেষে চটি ছিঁড়ল মুখ্যমন্ত্রীর।
  • চটিতে সেফটিপিন লাগাতে গিয়ে ফুটল আঙুলে!
Advertisement