সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: কমিশন যতই সতর্ক করুর না কেন, দিলীপ আছেন দিলীপেই। ফের প্রাতঃভ্রমণে বেরিয়ে মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ শানালেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মুখ্যমন্ত্রীর জিভ টেনে ছিঁড়ে নেওয়ার হুমকির পালটা দিয়ে বলেন, "সেদিন আপনার চলে গিয়েছে। এবার মানুষ জুতো, ঝাঁটা, লাঠি দেখাচ্ছে। শেষ জীবনে এটাও সহ্য করতে হবে।" এখানেই শেষ নয়। মুখ্যমন্ত্রীর জেলযাত্রা মন্তব্য নিয়ে খোঁচা দিয়ে দিলীপ বললেন, "জেলটাই ওনার বৃদ্ধাশ্রম হবে।" এই মন্তব্যে স্বাভাবিকভাবেই দানা বেঁধেছে বিতর্ক।
বুধবার দুর্গাপুরের ২৮ নম্বর ওয়ার্ডের এবিএস অ্যাকাডেমির মাঠে প্রাতঃভ্রমণে যান বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ। সেখানেই একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয় তাঁকে। মুখ্যমন্ত্রী মঙ্গলবার সভা থেকে বলেছিলেন, তাঁকে উদ্দেশ্য করে চোর স্লোগান তোলা হয়। কিন্তু তিনি কারও পয়সায় চা-ও খান না। সুযোগ থাকলে জিভ টেনে ছিঁড়ে নেওয়ার কথাও বলেছিলেন। এদিন তাঁরই পালটা দিলেন দিলীপ। বললেন, "কী ছিঁড়বেন আপনি? জিভ ছিঁড়বেন? সেদিন আপনার চলে গিয়েছে। এবার মানুষ সব করবে। জুতো, লাঠি, ঝাঁটা দেখাচ্ছে আপনাদের নেতাদের। মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষ জীবনে এটাও দেখতে হবে। আর ৪০ বছর রাজনীতি করার পর কেউ চোর বললে সেটা লজ্জার।"
[আরও পড়ুন: মমতার উত্তরসূরি কি অভিষেক? মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো]
এখানেই শেষ নয়। গতকাল জেল যাত্রা প্রসঙ্গেও মুখ খুলেছিলেন মমতা। পালটা বিঁধে এদিন দিলীপ বলেন, "জেলটাই ওনার বৃদ্ধাশ্রম হবে। পাপীদের নিয়ে রাজত্ব চালাচ্ছেন বলেই অপমান সহ্য করতে হচ্ছে।" দিলীপ ঘোষের এই মন্তব্যে স্বাভাবিকভাবেই দানা বেঁধেছে বিতর্ক। পালটা দিয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন।