সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী সপ্তাহ থেকে দেশে শুরু হয়ে যাবে চব্বিশের লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। ১৯ এপ্রিল, প্রথম দফায় ভোট রাজ্যের তিন কেন্দ্রে - কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। তার আগে জেলায় জেলায় ঘুরে দলীয় প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচার করে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী নির্মলচন্দ্র রায়ের হয়ে ডাবগ্রাম-ফুলবাড়িতে জনসভা করেন তিনি। আর সেই মঞ্চ থেকেই 'দুঃখের কথা' শোনালেন তৃণমূল সুপ্রিমো। উনিশের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলে একচেটিয়া জিতেছিল বিজেপি। সেই প্রসঙ্গে বলতে গিয়েই মমতা জনগণের উদ্দেশে প্রশ্ন করলেন, ''তৃণমূল কী দোষ করেছিল যে পাহাড়, জঙ্গলমহল কোথাও আসন পেল না?'' এর পর তৃণমূলের কাজের খতিয়ান তুলে ধরে সুপ্রিমোর আর্জি, ''ভোটটা দয়া করে আর বিজেপিকে দেবেন না। কাজটা করে তৃণমূলই।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে (WB Assembly Polls 2021) ঘাসফুল শিবিরের প্রার্থী হন বর্ষীয়ান নেতা তথা মন্ত্রী গৌতম দেব। সেবার তৃণমূল সুপ্রিমো যখন তাঁর হয়ে এই ফুলবাড়ি এলাকায় প্রচারে যান, তখন মাঠ ছিল ভর্তি। অর্থাৎ জনতার সমর্থনের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। কিন্তু ফলপ্রকাশের পর দেখা যায়, গৌতম দেব হেরে গিয়েছেন। জিতেছেন একদা তৃণমূলেরই (TMC) পঞ্চায়েত সদস্য, দলবদলকারী শিখা চট্টোপাধ্যায়। তিনি গোড়া থেকে তৃণমূলেরই সদস্য ছিলেন। একবার পঞ্চায়েত সদস্যও ছিলেন। তবে ২০২১ সালে বিধানসভা ভোটের টিকিট না পেয়ে বিজেপিতে নাম লেখান। প্রার্থী হয়ে জিতেও যান।
[আরও পড়ুন: মাংস থেকে ফ্রায়েড রাইস, নববর্ষে মিড-ডে মেনুতে চমক]
সেই কথা উল্লেখ করে এদিন গৌতম দেবকে মঞ্চে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''সেবার দেখেছিলাম, এই মাঠ ভর্তি লোক। কিন্তু পরে দেখলাম, গৌতমদা হেরে গেলেন। যাঁকে আপনারা জিতিয়ে বিধায়ক করলেন, তাঁকেও কিন্তু আমি রাস্তা থেকে তুলে এনে আমার দলে ঠাঁই দিয়েছিলাম। পরে সে দল ছেড়ে বেরিয়ে যায়। কী লাভ হল তাঁকে জিতিয়ে? কোনও কাজ করেছে? কাজ করলে জেতাবেন, আমার আপত্তি নেই। কিন্তু কাজ তো তৃণমূল করে।''
[আরও পড়ুন: রেশন দুর্নীতি মামলা: জ্যোতিপ্রিয়-সহ ৩ জনের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত ইডির]
এর পরই কিছুটা আক্ষেপ, কিছুটা ক্ষোভমিশ্রিত কণ্ঠে জনতার উদ্দেশে মমতার প্রশ্ন, ''তৃণমূল কী দোষ করেছিল বলুন? উত্তরবঙ্গের সব আসন বিজেপি পেল, জঙ্গলমহলের সব আসনও বিজেপি পেল। কেন তৃণমূল পেল না? কী দোষ ছিল? কাজ তো কিছু কম হয়নি এখানে। গজলডোবার ভোরের আলো, দার্জিলিংয়ের সাফারি পার্ক, আলিপুরদুয়ারের সেতু - সব করে দেওয়া হয়েছিল।''