সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত পাঁচ দফার মতো সপ্তম দফাতেও ভোটদানে অনীহা দেশবাসীর। এবারেও ২০১৯ লোকসভা নির্বাচনের (Lok Sabha Poll 2024) তুলনায় কম ভোট পড়ল। গতবার যেখানে ভোট পড়েছিল ৬৫.২৯ শতাংশ, সেখানে এবার বিকেল পাঁচটা পর্যন্ত ৫৮.৩৪ শতাংশ ভোট পড়েছে। পরিস্থিতি যা, তাতে চূড়ান্ত হিসেবেও পরিসংখ্যান গতবারের তুলনায় বাড়বে না, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। অন্য দিকে সপ্তম দফাতেও এগিয়ে বাংলা। সবার নিচে ঠাঁই হল বিহারের।
শনিবার সপ্তম দফায় ৫৭ আসনে ভোটগ্রহণ পর্বের মাধ্যমে শেষ হতে চলেছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। পশ্চিমবঙ্গের ৪২টির মধ্যে ন’টি লোকসভা আসন— বারাসত, দমদম, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর রয়েছে এই তালিকায়।
আজ ভাগ্য পরীক্ষা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ একঝাঁক হেভিওয়েটের।
[আরও পড়ুন: ‘পদোন্নতি সরকারি কর্মীদের সাংবিধানিক অধিকার নয়’, তাৎপর্যপূর্ণ রায় সুপ্রিম কোর্টের]
সপ্তম দফার ভোটদানের হারে ফের এগিয়ে বাংলা। বিকেল ৫টা অবধি বাংলার ন’আসনে ভোটদানের হার ৬৯.৮৯। রাজ্যে ভোট পড়েছে ৬৯.৮৯ শতাংশ। এর পর যথাক্রমে ঝাড়খণ্ড (৬৭.৯৫ শতাংশ) হিমাচল প্রদেশ (৬৬.৫৬ শতাংশ), ওড়িশা (৬২.৪৬)। অন্যদিকে সবচেয়ে কম ভোট পড়ল বিহারে (৪৮.৮৬ শতাংশ)।
[আরও পড়ুন: লোকসভায় কত আসন পাবে বিজেপি? ভোট শেষের কয়েক ঘণ্টা আগে ‘এক্সিট পোল’ প্রশান্ত কিশোরের]
আপাতত এক্সিট পোলের অপেক্ষায় দেশ। ইতিমধ্যে ভোটকুশলী প্রশান্ত কিশোর জানিয়েছেন বিজেপি একাই পেতে চলেছে ৩০৩ আসন।এনডিএ জোট ৩৩০ আসন পেতে পারে। সেক্ষেত্রে বিজেপির স্লোগান-আপ কি বার, ৪০০ পার মাঠে মারা যাচ্ছে। পাশাপাশি দুপুরের বৈঠকের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে দাবি করেছেন, ইন্ডিয়া জোট ২৯৫ আসন পেতে চলেছে। প্রকৃত চিত্রটা অবশ্য ৪ জুন সকাল থেকেই প্রকাশ্যে আসবে।