shono
Advertisement

Breaking News

লর্ডসের বিচারে বিশ্বের এক নম্বর ক্রিকেটার বিরাট

বড়দিনে বিরাটকে বিশেষ উপহার সান্তার৷ The post লর্ডসের বিচারে বিশ্বের এক নম্বর ক্রিকেটার বিরাট appeared first on Sangbad Pratidin.
Posted: 02:28 AM Dec 27, 2016Updated: 09:07 PM Dec 26, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে সব ভাল যার শেষ ভাল৷ সারা বছর দুরন্ত পারফর্ম করেছেন বিরাট কোহলি৷ সেই সৌজন্যে একের পর এক সাফল্যের মুখ দেখেছে টিম ইন্ডিয়া৷ বছর শেষে তাই ফের সম্মানিত করা হল ভারতীয় টেস্ট নেতাকে৷

Advertisement

আপাতত বান্ধবী অনুষ্কা শর্মার সঙ্গে দেরাদুনে বড়দিনের ছুটি কাটাচ্ছেন কোহলি৷ আর তারই মধ্যে বিরাটের জন্য সুদূর লন্ডন থেকে এল ক্রিসমাসের উপহার৷ ঘরের মাটিতে ইংল্যান্ডকে ব্রাউনওয়াশ করার পর লর্ডস থেকে বড়দিনের উপহার! অবাক কাণ্ড! তাতে কী? প্রতিভার কদর বরাবরই করে এসেছে ঐতিহ্যবাহী লর্ডস৷ এবারও তার ব্যতিক্রম হল না৷ লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের পক্ষ থেকে জানানো হল, তাদের বিচারে ২০১৬-র সেরা ক্রিকেটারদের এলিট তালিকায় সেরা হয়েছেন ভারতীয় ক্রিকেটের বর্তমান আইকন৷ লর্ডসের তরফে সরকারিভাবে এ বছরের ২০জন সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়েছে৷ যার মধ্যে শীর্ষে রয়েছেন বিরাট৷ চলতি বছর টেস্টে ১২১৫ রান ঝুলিতে ভরেছেন তিনি৷ সেই সঙ্গে রয়েছে তিনটি ডাবল সেঞ্চুরিও৷

Santa might not have set off quite yet, but @imVkohli already has his gift from us – No.1 in this year’s Top 20 Players of 2016 list! pic.twitter.com/vSdPnfbeve

— Lord’s Ground (@HomeOfCricket) December 24, 2016

আইসিসি-র বিচারে বর্ষসেরা টেস্ট দলে ঠাঁই হয়নি বিরাটের৷ উল্টে সেই সেরা দলের অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন ইংল্যান্ড অ্যালেস্টার কুক৷ কিন্তু সেই ইংল্যান্ডের ক্রিকেট গ্রাউন্ডই বিরাটকে সেরার শিরোপা তুলে দিল৷ তাদের বাছাই করা সেরা কুড়িতে স্থান পেয়েছেন আরও দুই ভারতীয়৷ অজিঙ্ক রাহানে ১৩ এবং চেতেশ্বর পূজারা রয়েছেন ১৮ নম্বরে৷

The post লর্ডসের বিচারে বিশ্বের এক নম্বর ক্রিকেটার বিরাট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement