shono
Advertisement

কীভাবে সম্পূর্ণ নীরোগ থেকে শতায়ু হওয়া যায়? রহস্য ফাঁস মার্কিন মহিলার

জীবনকে আরও উপভোগ করতে চাইলে বৃদ্ধার টিপস মেনে চলতেই পারেন৷ The post কীভাবে সম্পূর্ণ নীরোগ থেকে শতায়ু হওয়া যায়? রহস্য ফাঁস মার্কিন মহিলার appeared first on Sangbad Pratidin.
Posted: 07:43 PM Aug 04, 2019Updated: 08:21 PM Aug 04, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি একশো বছর বাঁচতে চান? তাও আবার এক্কেবারে নীরোগ অবস্থায়? তাহলে কিন্তু ভুলেও বিয়ের সিদ্ধান্ত নেবেন না৷ একথা শুনে আপনার মনে হতেই পারে সাত পাকে বাঁধা পড়ার সঙ্গে দীর্ঘায়ু হওয়ার কী সম্পর্ক? কিংবা বিবাহিত নারী-পুরুষেরা রেগে যেতেই পারেন৷ কিন্তু বিশ্বাস করুন আমরা না, দীর্ঘায়ু জীবনের গোপন চাবিকাঠি বিয়ে না করা, তা বলছেন মার্কিন বৃদ্ধা৷ যিনি সদ্যই ১০৭ বছরের জন্মদিন পালন করেছেন মহা ধূমধামে, নেচেগেয়ে, খানাপিনা করে৷

Advertisement

[আরও পড়ুন: ভারতকে চাপে ফেলতে কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের ‘মধ্যস্থতা’র প্রস্তাবকে সমর্থন ইমরানের]

১৯১২ সালে ম্যানহাটনে জন্মান লুইজ সিগনোর৷ শৈশব কেটেছে সেখানেই৷ চোদ্দ বছর বয়সে স্থান বদল৷ তারপর থেকে পাকাপাকিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা হয়ে যান তিনি৷ ছোটবেলায় ঘুম থেকে উঠে শরীরচর্চা করতেন লুইজ৷ নাচের ক্লাসে যাওয়াও তাঁর বরাবরের অভ্যাস৷ কখনও কোনওদিন নিজের কাজ করতে অন্য কারও সাহায্য নেননি৷ এভাবেই জীবনের ১০৭টি বসন্ত পার করেছেন লুইজ৷ আজও বদলায়নি তা৷

১০৭ বছরের জন্মদিনে নিজেই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন ওই বৃদ্ধা৷ এক রেস্তরাঁয় আয়োজিত অনুষ্ঠানে বৃদ্ধার আত্মীয়, বন্ধুরা উপস্থিত ছিলেন৷ গোলাপি রংয়ের পোশাক এবং মুক্তোর হারে সেজে দিব্যি হাসি হাসি মুখে কেক কাটেন৷ 

বৃদ্ধার বয়স শুনেই চোখ কপালে উঠছে প্রায় সকলের৷ কীভাবে এমন দীর্ঘায়ু হলেন ওই বৃদ্ধা? তিনি বলেন, ‘‘আমি বিয়ে করিনি৷ আমি মনে করি এটাই আমার ১০৭ বছর বয়সের গোপন চাবিকাঠি৷ এছাড়াও আমি সবসময় স্বাস্থ্যকর খাবার খাই৷ রোজ শরীরচর্চাও করি৷ আমি এখনও প্রতিদিন নাচের ক্লাসে যাই৷ দুপুরে খাওয়াদাওয়ার পরেও আমিও অল্প ব্যায়াম করি৷’’

[আরও পড়ুন: ‘ইয়ে দোস্তি…’, গানে মোদিকে টুইটারে বন্ধুত্বের বার্তা ইজরায়েলি দূতাবাসের]

লুইজের পরিজনদের মতে, বয়স বাড়লেও মনের জোর একইরকম রয়েছে শতোর্ধ্ব বৃদ্ধার৷ বর্তমান যুগে যখন হাঁটু, পায়ে ব্যথা কিংবা মধুমেহর মতো শারীরিক সমস্যায় সকলেই জেরবার, তখন ওই বৃদ্ধা প্রকৃত অর্থেই নীরোগ৷ পরিমিত জীবনযাপন হওয়ায় কোনও রোগই তাঁর শরীরে বাসা বাঁধতে পারেনি৷ এখনও পর্যন্ত হেঁটে হেঁটে দিব্যি এদিক সেদিক ঘুরে বেড়ান তিনি৷ নিজের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটিতে কারও সাহায্য নেন না লুইজ৷ বয়স যে একটা সংখ্যা ছাড়া আর কিছুই নয়, তাই যেন আরও একবার প্রমাণ করলেন শতোর্ধ্ব বৃদ্ধা৷

The post কীভাবে সম্পূর্ণ নীরোগ থেকে শতায়ু হওয়া যায়? রহস্য ফাঁস মার্কিন মহিলার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement