সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা’র নাকি অবৈধ সম্পর্ক রয়েছে৷ তাই মা’কে শাস্তি দিল তাঁর দুই ছেলে৷ নৃশংসভাবে হত্যা করল মা’কে৷ লুধিয়ানার চক্কর গ্রামে ৪০ বছরের করমজিত সিং-কে হত্যা করল তাঁরই দুই ছেলে৷ বুধবার ২০ বছরের সুখপাল এবং তার ভাই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে করমজিতকে খুন করে বলে পুলিশের তরফে জানানো হয়েছে৷ প্রতিবেশীরা জানিয়েছেন, করমজিতের স্বামী ভিন্দর সিং কর্মসূত্রে দুবাইয়ে থাকেন৷ বছরে একবার তিনি গ্রামে আসেন৷ গ্রামের বাড়িতে করমজিত এবং তাঁর দুই ছেলে থাকতেন৷ প্রায় রোজই করমজিতের সঙ্গে তাঁর ছেলেদের ঝগড়া হত৷ করমজিতকে ঘরের বাইরে পর্যন্ত বেরোতে দিত না তাঁর ছেলেরা৷ এদিন ভোর চারটে নাগাদ বাড়ির বাইরে করমজিতের নিষ্প্রাণ দেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা৷ এরপর গ্রামবাসীরাই পুলিশে খবর দেন৷ করমজিতের দেহে গভীর ক্ষত চিহ্ন দেখতে পাওয়া গিয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে৷ তাঁর গলা, কান এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে৷
ঘটনার দায় স্বীকার করে আত্মসমর্পণ করেছে সুখপাল এবং তার ভাই৷ জেরায় তারা জানিয়েছে, রাগের মাথায় মা-কে হত্যা করে তারা৷ হত্যার পর ধারালো অস্ত্রগুলি জলাশয়ে ফেলে দিয়েছিল৷ সেই অস্ত্রের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷
তাদের বিরুদ্ধে ৩০২ ধারায় খুনের মামলা রুজু করা হয়েছে৷
সন্দেহের বশে মা’কে খুন করল দুই ছেলে!
মা'র নাকি অবৈধ সম্পর্ক রয়েছে৷ তাই মা'কে শাস্তি দিল তাঁর দুই ছেলে৷ নৃশংসভাবে হত্যা করল মা'কে৷Posted: 09:43 PM Jun 30, 2016Updated: 06:02 PM Oct 27, 2018
Advertisement
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Advertisement