সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বদলে গিয়েছে প্রেমের সংজ্ঞা। কিউপিডের ছোড়া তিরে মন যে শুধু বিপরীত লিঙ্গের মানুষের জন্যই হাহাকার করবে এমনটি ভাববার কোনও কারণ নেই। সমকামেও আজকাল বেশ খোলামেলা সমাজ। কিছুটা হলেও কমেছে নাক সিঁটকানো। অন্তত আলোচনাটুকু করার অধিকার তো মেলেই। প্রেম শুধু শরীরের খেলা নাকি? মন যেথা মজে, সেখানেই না হয় থাকলাম। বলছে জেন ওয়াই। সামনেই প্রেম উদযাপনের মাস। জেন ওয়াইয়ের এই বার্তাকেই ছড়িয়ে দিতে চাইছে আমেরিকার প্রথম সারির একটি হ্যান্ডমেড কসমেটিক্স সংস্থা। নিজেদের ওয়েবসাইটে সমকাম নিয়ে একটি অ্যাড ক্যাম্পেনও শুরু করেছে তারা।
Lush নামে সংস্থাটি তাদের টুইটার পেজে একটি ছবি পোস্ট করেছে। বাথটবে খোশমেজাজে বসে রয়েছে দু’জন পুরুষ। ছবিটি পোস্ট হতেই একের পর এক কমেন্ট পড়তে শুরু করে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকে। মুহূর্তটিকে সো সুইট বলেও কমেন্ট করেন কেউ কেউ। কেউ বা লিখেছেন, এমন ছবি প্রকাশের জন্য Lush এর প্রতি সম্মান অনেক বেড়ে গেল। ভালবাসায় কোনও লিঙ্গ বৈষম্য নেই। দু’জন মানুষের মধ্যে যে ভালবাসা, তাকেই ফুটিয়ে তোলা এই ছবির লক্ষ্য। আমেরিকার এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ছবিটির মধ্যে দিয়ে সেই বার্তাই দিতে চেয়েছে Lush।
The post সমকামে নাক সিঁটকানো কমেছে অনেক, বলছে এই ছবি appeared first on Sangbad Pratidin.