shono
Advertisement

‘উঁচু জাতের’ কিশোরীদের উত্যক্ত করার অভিযোগ, পাঁচ দলিত কিশোরকে বেধড়ক মার!

ফের উত্তেজনা মধ্যপ্রদেশে।
Posted: 09:09 PM Jul 09, 2023Updated: 09:11 PM Jul 09, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের দলিত নির্যাতনের অভিযোগ মধ্যপ্রদেশে (Madhya Pradesh)। ক’দিন আগে এক দলিত যুবকের মুখে ‘বিজেপি কর্মীর’ প্রস্রাব ঘিরে আলোড়ন পড়ে গিয়েছিল দেশজুড়ে। এবার ‘উঁচু জাতের’ কিশোরীদের উত্যক্ত করার অভিযোগে মারধর করা হল পাঁচ দলিত কিশোরকে। এমনকী ছয় যুবক তাদের থানায় নিয়ে যায়। পাঁচ কিশোরের বিরুদ্ধে পকসো আইনে মামলাও রুজু করেছে পুলিশ। এই ঘটনায় জাতপাত নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে শিবরাজ সিং চৌহানের রাজ্যে।

Advertisement

এই ঘটনা উজ্জয়িনীর। শুক্রবার সন্ধ্যায় গুরলা গ্রামে কয়েক জন ‘উঁচু জাতের’ কিশোরীকে পাঁচ দলিত কিশোর উত্ত্যক্ত করে বলে অভিযোগ। শনিবার ওই কিশোরদের একদল যুবক মারধর করে বলে পালটা অভিযোগ উঠেছে। এর পর কিশোরদের থানায় নিয়ে যাওয়া হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। কিশোরীরাও তাদের বিরুদ্ধে অভিযোগ জানায়। পাঁচ দলিত কিশোরের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে তাদের হেফাজতে নেয় পুলিশ। পরে পাঁচ কিশোরকে মারধরের অভিযোগে ছয় যুবককেও গ্রেপ্তার করা হয়েছে। গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

[আরও পড়ুন: ভোটের দিন থেকে শিক্ষা, হিংসা রুখতে পুনর্নির্বাচনে বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনীর ৪ জওয়ান]

উল্লেখ্য, মধ্যপ্রদেশে দলিত যুবকের মুখে প্রস্রাবের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ওই দলিতের পা ধুইয়ে দিতে দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং পাটিলকে। ঘটনায় জন্য তিনি প্রকাশ্যে ক্ষমাও চান। যদিও অভিযুক্ত বিজেপি কর্মীকে পালটা ক্ষমা করার বার্তা দিয়েছেন আদিবাসী যুবক।

[আরও পড়ুন: বাপরে বাপ! বাবার গলাতেই মালা দিলেন পাক তরুণী, বিয়ের কারণ জানলে অবাক হবেন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement