shono
Advertisement

লাফিয়ে বাড়ছে সংক্রমণ, মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা পেরোল ১ লক্ষের গণ্ডি

মুম্বইতে মোট আক্রান্তের সংখ্যা হল ৫৫,৪৫১। The post লাফিয়ে বাড়ছে সংক্রমণ, মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা পেরোল ১ লক্ষের গণ্ডি appeared first on Sangbad Pratidin.
Posted: 08:43 PM Jun 12, 2020Updated: 09:03 PM Jun 12, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা জ্বরে কাঁপছে ভারত। হু হু করে বাড়ছে সংক্রমণ। দু’মাসেরও বেশি সময় ধরে চলা লকডাউনেও মিলছে না আশানুরূপ ফল। শুক্রবার ১ লাখের গণ্ডি ছাড়াল মহারাষ্ট্রে সংক্রমণের মাত্রা।

Advertisement

সরকারি তথ্য অনুযায়ী, মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৯৩ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের উপস্থিতি। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ছাড়াল এক লক্ষের গণ্ডি। এদিন করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারান ১২৭ জন। ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৩ হাজার ৭১৭ জন।

পিছিয়ে নেই রাজ্যের বাণিজ্যনগরী মুম্বইও। দেশের করোনা ভাইরাস সংক্রমণের তালিকায় সবার আগে এই শহর। এদিন ১,৩৬৬ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। ৯০জন আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। দেশের মূলধনের রাজধানীতে এখন মোট আক্রান্ত ৫৫হাজার ৪৫১ জন এবং মৃতের সংখ্যা ২,০৪৪।

[আরও পড়ুন:‘করোনা মোকাবিলায় ব্যর্থ কেজরিওয়াল সরকার’, কটাক্ষ গৌতম গম্ভীরের]

তবে আক্রান্তের সংখ্যা দেখে ভয় পেলেই চলবে না রাজ্যে পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হারও। এদিন রাজ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১হাজার ৭১৮ জন। ফলে রাজ্যে মোট সুস্থ হয়েছেন ৪৭ হাজার ৭৯৩ জন।

[আরও পড়ুন:গুজরাটের চেয়ে এগিয়ে বাংলা, ইতিহাসবিদ রামচন্দ্র গুহর টুইটে ক্ষুব্ধ বিজেপি]

মহারাষ্ট্রের দুই হটস্পট, ধারাভি (Dharavi) ও ওরলি (Worli)-র মত বসতিগুলোও আশার আলো দেখিয়েছে। সেখানেই পরিস্থিতির বদল ঘটছে। বৃহন্মুম্বই পুরসভার রিপোর্টে জানা যায়, গত দেড় সপ্তাহে ঘনবসতিপূর্ণ ধারাভিতে সংক্রমণের হার অনেকটাই কমেছে। আক্রান্তের সংখ্যা কমেছে ওরলিতেও। যেখানে দেশে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা সেখানে ধারাভি-ওরলিতে কমছে সংক্রমণ। পরিবর্তে এই বসতিগুলিতে বাড়ছে সুস্থতার হারও। মে মাসে ওরলিতে ক্রমেই বাড়ছিল করোনা আক্রান্তের সংখ্যা। প্রতিদিন গড়ে ৬০ জনের শরীরে মিলছিল মারণ ভাইরাসের উপস্থিতি। চলতি মাসের শুরুতেই সেই ছবি পরিবর্তিত হয়। সংক্রমণের মাত্রা গড়ে ৬০ থেকে কমে ৩৫ থেকে ৪০-এ নেমে আসে। ধারাভিতেও সংক্রমণ বৃদ্ধির হারও কমেছে।

The post লাফিয়ে বাড়ছে সংক্রমণ, মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা পেরোল ১ লক্ষের গণ্ডি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement