shono
Advertisement

Breaking News

‘পাঁকে ফোটাব পদ্ম’, ‘ম্যায় অটল হু’র টিজারে চমক পঙ্কজ ত্রিপাঠীর

নতুন বছরের শুরুতেই মুক্তি পাচ্ছে ছবিটি।
Posted: 10:43 AM Dec 20, 2023Updated: 05:04 PM Dec 20, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের প্রথম মাসেই বড়পর্দায় আসছে ‘ম্যায় অটল হু’। ছবির পোস্টারেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী রূপে চমকে দিয়েছিলেন পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi)। ‘অবিকল যেন বাজপেয়ী!’, এমন কথাই বলেছিলেন নেটিজেনরা। এবার টিজারের পালা।

Advertisement

‘ম্যায় অটল হু’ ছবিতে পঙ্কজ ত্রিপাঠী। ফাইল চিত্র।

অটলবিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবাণীর কথোপকথন দিয়ে টিজার শুরু হয়। যেখানে রাজনীতির কন্টকাকীর্ণ পথের বিষয়ে বাজপেয়ীকে বোঝাচ্ছিলেন আডবাণী। তাঁকে সন্ন্যাস নেওয়ার পরামর্শও দেন। কিন্তু সন্ন্যাস নেওয়ার বদলে লড়াই করার বার্তা দেন বাজপেয়ী। তার পরই রাজনীতির পাঁকে পদ্ম ফোটানোর কথা বলেন তিনি।

[আরও পড়ুন: প্রাক্তনই ‘প্রকৃত বন্ধু’ ঐশ্বর্যর! বচ্চন পরিবারের অশান্তির জল্পনার মাঝেই ভাইরাল ভিডিও]

উল্লেখ্য, পাঁচ দশকেরও বেশি সময় ধরে ভারতের জাতীয় সংসদের সদস্য ছিলেন অটলবিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee)। প্রথমে মাত্র ১৩ দিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি। দ্বিতীয়বার বাজপেয়ী প্রধানমন্ত্রী আসনে বসেন ১৯৯৮ সালে। সেই সময় একটানা ২০০৪ সাল পর্যন্ত তাঁরই প্রধানমন্ত্রিত্বে দেশের ক্ষমতাসীন রাজনৈতিক দল ছিল বিজেপি তথা এনডিএ জোট। এই দীর্ঘ সময় অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন বাজপেয়ী। তাঁর সময়ের সব থেকে উল্লেখযোগ্য ঘটনা কার্গিল যুদ্ধ।

রাজনীতির পাশাপাশি সাহিত্য জগতেও বাজপেয়ীর বিচরণ ছিল। মনে করা হচ্ছে, সেই  বিষয়ও উঠে আসবে ‘ম্যায় অটল হু’ সিনেমায়। বিনোদন ভানুশালী, সন্দীপ সিং, স্যাম খান, কমলেশ ভানুশালীর প্রযোজনায় ‘ম্যায় অটল হু’ পরিচালনা করেছেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক রবি যাদব। আগামী ১৯ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি। উল্লেখ্য, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর ভূমিকায় অভিনয় করার জন্য বেশ কৃচ্ছসাধন করেছেন পঙ্কজ। শুটিংয়ের সময় টানা ৬০ দিন খিচুড়ি খেয়েছিলেন অভিনেতা।

[আরও পড়ুন: শাহরুখপত্নী গৌরীকে ইডির নোটিস! কী জানাল কেন্দ্রীয় সংস্থা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement