shono
Advertisement

Breaking News

সেতুভঙ্গে ভোগান্তি চরমে, যাত্রীদের কাছে ইচ্ছামতো ভাড়া চাইছেন অটোচালকরা

অ্যাপ ক্যাবগুলিও ১০ কিলোমিটার পথ যেতে চাইছে ৪০০-৪৫০ টাকা৷
Posted: 08:32 PM Sep 07, 2018Updated: 08:39 PM Sep 07, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা ব্রিজ ভাঙার ঘটনা শুধু তিনটি প্রাণই কাড়েনি, ছন্নছাড়া করে দিয়েছে সাধারণ মানুষের জীবন৷ মাঝেরহাট সেতুভঙ্গের পর থেকেই বিকল্প পথ ধরে যাতায়াত করতে হচ্ছে বেহালা, জোকার বাসিন্দাদের৷ আর তাঁদের দুঃসময়ের দেদার ফায়দা তুলছেন অটোচালকরা৷ বেআইনিভাবে দ্বিগুণ ভাড়া হাঁকছেন অটোচালকরা৷ তাতেই নাজেহাল অবস্থা নিত্যযাত্রীদের৷

Advertisement

[হিন্দি উৎসবের মঞ্চে একাধিক ইস্যুতে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর]

মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর থেকেই বিকল্প পথ ধরে কর্মস্থল, স্কুল-কলেজে পৌঁছাতে হচ্ছে নিত্যযাত্রীদের৷ সব রুটের বাসেরও দেখা মিলছে না৷ ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে অটোর লাইনে৷ তারপরেও দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে গন্তব্যে পৌঁছাতে৷ সাধারণত যেসব রুটের অটো ভাড়া ১৪-১৫ টাকা, সেখানে যাত্রীদের থেকে চাওয়া হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা৷ অনেক রুটে আবার ভাড়া চাওয়া হচ্ছে পঞ্চাশ টাকাও৷ বেআইনিভাবে অতিরিক্ত ভাড়া চাওয়ার কথা মেনেও নিয়েছেন চালকরা৷ কিন্তু তা সত্ত্বেও কোনও পদক্ষেপ করা হচ্ছে না৷ শুধু অটোই নয়, বেসরকারি ক্যাব ভাড়া করার ক্ষেত্রেও তুমুল ভোগান্তির শিকার যাত্রীরা৷ ওলা-উবেরের মতো অ্যাপ ক্যাবগুলি ১০ কিলোমিটার পথ যেতে চাইছে ৪০০-৪৫০ টাকা৷ সময়ে মিলছে না ট্যাক্সিও৷

[সেতুভঙ্গের জেরে ঘুরপথে দুর্গাদর্শন! উদ্বেগে দক্ষিণের পুজোকর্তারা]

এদিকে যানজট এড়াতে উদ্যোগী হয়েছে ট্রাফিক পুলিশ৷ অ্যাডিনশাল পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেন, বেহালা, জোকার বাসিন্দাদের জন্য বিকল্প রুটের ব্যবস্থা করা হয়েছে৷ নিউ আলিপুর, চেতলা, টালিগঞ্জ হয়ে যাতে সহজে গন্তব্যে পৌঁছাতে পারেন যাত্রীরা, তার জন্য যানজট নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ট্রাফিক পুলিশ৷ এছাড়া গত দুদিনে করুণাময়ীতে যে যানজটের সৃষ্টি হয়েছিল, এদিন সন্ধের পর থেকে তা অনেকটাই কম বলে জানিয়েছেন অ্যাডিশনাল সিপি৷ পাশাপাশি পণ্যবাহী গাড়ি যাওয়ার সময়সূচিতেও আনা হয়েছে পরিবর্তন৷ দুপুর ১২ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত যেমন পণ্যবাহী গাড়ি যেত তেমনই যাবে৷ তবে রাত ১০ থেকে সকাল ৮ টার পরিবর্তে সকাল ৬ টা পর্যন্ত শহরের ভিতর দিয়ে ভারী গাড়ি যাতায়াতের অনুমতি দেওয়া হবে৷ এর ফলে যানজট অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে৷ এদিকে যাত্রীদের সাহায্যে আসরে নামল মেট্রো রেলও৷ শনি ও রবিবার অতিরিক্ত মেট্রো চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷ শনিবার ২২৪টির পরিবর্তে চলবে ২৫০টি মেট্রো৷ আর রবিবার ১১০টির বদলে ১৩৬টি মেট্রো চালানো হবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement