সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘণ্টা খানেক আগেই রাজ্যের (West Bengal) প্রশাসনিক পদে একাধিক বড়সড় রদবদল ঘটেছে। বদল হয়েছেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবও। সেই রেশ কাটার আগেই একধাক্কায় পুলিশের ৫৫টি পদে রদবদল করল নবান্ন। এর মধ্যে বেশ ৫২ জন আইপিএস (IPS) আধিকারিক রয়েছেন। কলকাতা পুলিশেরও একাধিক ডিসিকে বদল করা হয়েছে। উল্লেখ্যযোগ্যভাবে, মেদিনীপুর রেঞ্জের ডিআইজিকে কম্পালসরি ওয়েটিংয়ে পাঠানো হয়েছে। পদে অবনতিও হয়েছে বেশ কয়েকজনের।
নবান্ন থেকে জারি করা নয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলকাতার নতুন জয়েন্ট সিপি (এসটিএফ) হচ্ছেন ভি সলোমন নেশাকুমার। বারাসাত রেঞ্জ ডিআইজি প্রসূন বন্দ্যোপাধ্যায়। ডিআইজি মালদহ প্রবীণ কুমার ত্রিপাঠি। উল্লেখ্য, প্রবীণ কুমারের বিরুদ্ধে কেন্দ্র বদলির নির্দেশ জারি হয়েছিল বিধানসভা নির্বাচনের আগে। কারণ, তাঁর এলাকায় হামলার মুখে পড়তে হয়েছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। সেই সময় তাঁর বদলি আটকে দেয় নবান্ন।
[আরও পড়ুন: বাড়ছে যাত্রী সংখ্যা, জুনেই চালু হতে চলেছে ১০টি দূরপাল্লার ট্রেন]
[আরও পড়ুন: রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসের বলি আরও ১, ক্রমশ বাড়ছে উদ্বেগ]
রাজ্যে মিটে গিয়েছে ভোটপর্ব। বিপুল সংখ্যক আসন নিয়ে তৃতীয়বার সরকার গঠন করেছে তৃণমূল। ভোট মেটার পর রাজ্যের পুলিশ এবং প্রশাসনিক পদে বেশ কিছু রদবদল করা হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে আরও দীর্ঘ হয়েছে তালিকা। বদলি করা হয়েছে বেশ কয়েকজন এডিজি পদমর্যাদার অফিসারকে।