স্টাফ রিপোর্টার: কলকাতায় এই প্রথম মনোরেল প্রকল্প বাস্তবায়নের পথে৷ মহেশতলা-বজবজ থেকে বাইপাসের ধারে রুবি মোড় পর্যন্ত চলবে মনোরেল৷ বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে এই প্রকল্পের কথা সাংবাদিকদের জানান৷ তিনি জানিয়েছেন, রেল বোর্ডের অনুমোদিত সংস্থা বার্ন স্ট্যান্ডার্ড মনোরেল প্রকল্পের দায়িত্ব নেবে৷
খুব শীঘ্রই বার্ন স্ট্যান্ডার্ডের সঙ্গে রাজ্যের পরিবহণ দফতরের মউ স্বাক্ষর হবে৷ পুরো প্রকল্পের জন্য প্রায় ৪২১৬ কোটি টাকা খরচ হবে৷ টাকা দেবে রেলের সংস্থাই৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বজবজ, তারাতলা, নিউ আলিপুর, প্রিন্স আনোয়ার শাহ রোড হয়ে মনোরেল চলবে রুবি পর্যন্ত৷ যেখানে মেট্রোরেলের প্রকল্প হচ্ছে না, সেই রুটকেই প্রাধান্য দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর৷ প্রকল্পের অর্থ খরচে বার্ন স্ট্যান্ডার্ড বড় ভূমিকা নেবে৷ তবে জমি ও আনুষঙ্গিক বিষয়ে দায়িত্ব নেবে রাজ্য সরকার৷
মনোরেল যে এলাকা দিয়ে যাবে, সেখানে পিলার তোলা বা জমির ক্ষেত্রে সমস্যা হবে না বলেই নবান্ন সূত্রে খবর৷ মমতা যখন রেলমন্ত্রী ছিলেন, সেই সময় বার্ন স্ট্যান্ডার্ড-এর পুনরুজ্জীবনের ক্ষেত্রে তাঁর বড় ভূমিকা ছিল৷ তাই মমতার প্রতি কৃতজ্ঞতা জানাতেই মূলত মনোরেলের বিষয়ে আগ্রহী হয়েছে বার্ন স্ট্যান্ডার্ড৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে সংস্থার কর্তাদের আলোচনাও হয়েছে৷ পরিবহণ দফতরের সঙ্গে মউ স্বাক্ষরের ক্ষেত্রে দফতরের মন্ত্রী শুভেন্দু অধিকারী ও সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, সে বিষয়ে সন্দেহ নেই৷
উল্লেখ্য, বাম আমলেও মনোরেলের বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছিল৷ প্রয়াত সুভাষ চক্রবর্তী বহুবার মনোরেলের ‘স্বপ্ন’ দেখিয়েছিলেন৷
The post মহেশতলা থেকে রুবি পর্যন্ত চলবে মনোরেল appeared first on Sangbad Pratidin.