ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: তিন সপ্তাহের বেশি সময় ধরে তিনি রাস্তায়। বাড়ি-পরিবার ছেড়ে জেলায়-জেলায় ঘুরে বেড়াচ্ছেন। দলের কোন্দল মেটানোর পাশাপাশি আমজনতার অভাব-অভিযোগ শুনছেন, সাধ্যমতো সমস্যার সমাধানও করছেন তিনি। শারীরিক অসুস্থতা বা প্রাকৃতিক দুর্যোগ কোনও কিছুই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) টলাতে পারেনি। অসুস্থতা নিয়েই লাগাতার জনসংযোগ করে চলেছেন। এমন পরিস্থিতিতে ফোন করে তাঁকে সাবধান করেন ‘উদ্বিগ্ন’ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন।
দিন দুয়েক আগে মরশুমের প্রথম কালবৈশাখীর মাঝে দাঁড়িয়ে জনসংযোগ করেছেন অভিষেক। গাড়ির ছাদে দাঁড়িয়ে জনজোয়ারে ভাসতে দেখা গিয়েছে তাঁকে। দলীয় সূত্রে খবর, সেদিন সন্ধেয় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ফোন করেন তৃণমূল সুপ্রিমো। তাঁর শরীরের খবর নেওয়ার পাশাপাশি বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন মমতা। দুর্গাপুরে দলীয় অধিবেশনে নিজেই সে কথা জানিয়েছেন অভিষেক।
[আরও পড়ুন: ‘রিঙ্কু-যশস্বীকে এখনই জাতীয় দলে ডাকা উচিত, না হলে দেরি হয়ে যাবে’, বললেন হরভজন]
দুর্গাপুরের অধিবেশনে বসে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “নেত্রী ফোন করেছিলেন। উনি বললেন, “আবহাওয়া খুব খারাপ। বলেন, কর্মসূচি দু-একদিন বাদে করতে।” দিন কয়েক আগে গলা বসে গিয়েছিল অভিষেকের। সে কথা মনে করিয়ে দিয়ে দলনেত্রী বলেন, “তোমার গলা ভেঙে গিয়েছে। শরীর খুব খারাপ হয়েছে। কয়েকদিন বিশ্রাম নাও।” জবাবে তৃণমূল সুপ্রিমোকে অভিষেক বলেন, “রাজনীতির ছাত্র হিসেবে যা শিখেছি, তা আরও শিখতে চাই। তৃণমূলের নবজোয়ার এখন জনজোয়ারে পরিণত হয়েছে।”